Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: ওএমআর শিট কারচুপি মামলায় সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রাজ্যের, রক্ষা কবচ দিল না শীর্ষ আদালত

 গৌতম পাল

নিউজ ডেস্ক: এবার সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার। রক্ষা কবচ দিল না দেশের সর্বোচ্চ আদালত, ওএমআর শিট কারচুপি মামলায় ফের ধাক্কা রাজ্যের। আজ সোমবার শীর্ষ আদালতে ছিল এই মামলার শুনানি। সেখানেই রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

ওএমআর শিট সংক্রান্ত মামলায় গত ১৮ অক্টোবর সিবিআইকে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে পেশ করা সিবিআইয়ের ওই রিপোর্টে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরও হয়েছিলেন পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল। টানা ৫ ঘণ্টা তাঁকে জেরা করেছিলেন তদন্তকারীরা। পর্ষদের সচিবকেও জেরা করা হয়েছিল।

এরপরই রক্ষাকবচ চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদের সভাপতি এবং সচিব। সূত্রের খবর, সোমবার শীর্ষ আদালতে ছিল ওই মামলার শুনানি। সেখানেই রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

আসলে প্রাথমিকের টেট নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ওএমআর শিট সংক্রান্ত তথ্য চাওয়া হলেও তাঁরা নতুন প্রিন্ট করা কপিকেই ডিজিটাইজ ডাটা হিসাবে চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

সন্ধে ৬টার মধ্যে পর্ষদ সভাপতি, সচিবকে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি এও জানিয়েছিলেন, সিবিআই মনে করলে পর্ষদ সভাপতি, সচিবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এরপরই রক্ষা কবচ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদ সভাপতি ও সচিব। যদিও সেই আবেদন খারিজ হয়ে গেল।

সোমবার পর্ষদ সভাপতির আবেদনে সাড়া দেননি বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদী। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি তদন্তে সব রকম সহযোগিতা করা হয়, তা হলে গ্রেফতারের আশঙ্কা কেন? প্রয়োজন হলে আগামী শুক্রবার শুনানির পর রক্ষাকবচ দেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

close