Kode Iklan atau kode lainnya

এজলাসে বসেই রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: এবার এজলাসে বসেই রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

যে কারণে আপাতত বন্ধ রয়েছে তদন্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে পারছে না এই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে বসেই চিঠি লেখেন তিনি। 

তবে চিঠি লিখলেও তা পাঠানো হয়নি। ৫ অক্টোবর পর্যন্ত পাঠানো হচ্ছে না। আগামী ৫ অক্টোবর  দুর্নীতি মামলার শুনানি হবে। ওইদিন শীর্ষ আদালতে শুনানি না হলে তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই নিয়ে মামলাকরীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৫ অক্টোবর এই মামলার শুনানি হবে। এই কথা শুনে চিঠি পাঠাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, চিঠি লেখা হয়েছে। তবে ৫ অক্টোবর পর্যন্ত তা পাঠানো হচ্ছে না। ওইদিন শীর্ষ আদালতে শুনানি না হলে তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

close