Kode Iklan atau kode lainnya

চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলার জন্য শিক্ষকদের স্কুলে বদলির প্রক্রিয়া বন্ধ, বিজ্ঞপ্তি নবান্নের

ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক: শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধই থাকছে। অনলাইন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া টেম্পোরারি বন্ধই থাকছে। আগামী ৩১/১২/২৩ পর্যন্ত এই বদলি প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানালো নবান্ন। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

তাতে বলা হয়েছে, ৩০ জুন, ২০২৩ পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া বন্ধ ছিল। এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল শিক্ষা দফতরকে অনুরোধ জানিয়েছে এই বদলি প্রক্রিয়া টেম্পোরারি বন্ধের মেয়াদ আরও বাড়াতে। নতুন নিয়োগ প্রক্রিয়া এবং এই সংক্রান্ত বিষয়ে জন্যই অনুরোধ জানিয়েছে SSC এবং পর্ষদ। সেই দিকটা মাথায় রেখেই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া ৩১/১২/২৩ পর্যন্ত বন্ধ থাকছে।

নিয়োগ দুর্নীতির মধ্যেই বন্ধ শিক্ষকদের স্কুলে বদলি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল।  ৩০ জুন পর্যন্ত বন্ধ ছিল শিক্ষকদের বদলি প্রক্রিয়া। বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের। নিয়োগ প্রক্রিয়ার কথা ভেবে এসএসসি এবং পর্ষদের আবেদন মেনেই এই সিধান্ত নেওয়া হয়। এইমুহূর্তে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত বদলি বন্ধ রয়েছে। 

close