Kode Iklan atau kode lainnya

আর ‘চোর’ নয়, পার্থকে দেখেই ‘জিন্দাবাদ’ স্লোগান উঠল, কী করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

নিউজ ডেস্ক: আর ‘চোর’ নয়, এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখে ‘জিন্দাবাদ’ স্লোগান উঠল! তবে এই স্লোগান শুনে এদিন নীরবই রইলেন প্রাক্তন মন্ত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পার্থ সহ অন্যান্য অভিযুক্তদের আলিপুরের জেলা দেওয়ানি ও দায়রা আদালতে নিয়ে আসা হয়। আদালতের বাইরে কয়েক জন ‘জিন্দাবাদ’ স্লোগান দেন। এর আগের শুনানিতে পার্থকে দেখেই কয়েকজন চোর চোর বলে স্লোগান দিতে থাকেন। এদিন, ঠিক তার উল্টোটা হল। পার্থকে থেকেই কয়েকজন জিন্দাবাদ বলতে থাকেন, যা বর্তমান পরিস্থিতিতে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে আদালতে নিজের হয়ে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বিচারকের কাছে দরবার করেন, 'আমার বিশ্বাস একদিন সত্য সামনে আসবে। কয়েকটি বিষয় নিবেদন করতে চাই। আট মাস চলছে। গুহার মধ্যে রয়েছি। অন্ধকারে রয়েছি। নিজেই অবাক হচ্ছি। আগে যখন বাড়ি থেকে বেরতাম তখন সবাই আমাকে জিজ্ঞেস করত কোথায় জাচ্ছিস পার্থ? পাথরে মাথা ঠুকতে? প্রতিমা-ই পাথরের প্রাণ।' 

প্রাক্তন শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি কলকাতায় বড় হয়েছি, আমার একটা বংশপরিচয় আছে। আমি কোথায় চলে যাব? এ রাজ্যের বিচার ব্যবস্থার উপর আমার শ্রদ্ধা আছে। আমার এখনও বিশ্বাস আছে। যা-ই ঘটুক না কেন, সত্য একদিন সামনে আসবে। মন্ত্রী হওয়াটা কি অপরাধ? মন্ত্রী হওয়াটা কি আমার অন্যায়? আমি খুব খারাপ ছাত্র ছিলাম না। আবার খুব আবার ভালো ছাত্রও ছিলাম না।' 

একই সঙ্গে পার্থ বলেন, 'প্রাইমাফেসি মানে কী? প্রথম ১৮/৫-S যদি সবার নাম চলে আসে। তাহলে ৫ মাস পরে তদন্তে আমার নাম আসা প্রাইমাফেসি থাকে কিনা আমি আইনের ছাত্র হিসেব নিজেকে প্রশ্ন করছি। ব্রিটিশ কাউন্সিল থেকে স্কলারশিপ পেয়েছি। ৭০ বছর বয়স হল। কোনওদিন আমার নামে কোনও এফআইআর হয়নি। আমাকে একতরফা ভাবে শুনতে হচ্ছে।' জানতে চান, '৮ মাস আমি বিনা বিচারে থাকব? চার্জশিট আমি দেখেছি। তাতে এমন কিছু নেই যার জন্য আমাকে ৮ মাস ধরে আটকে থাকতে হবে। আইনের প্রলেপ নমনীয় না হলেও দমনীয় হবে। আমি বিরোধী দলনেতা ছিলাম। কেউ অভিযোগ আনতে পারেনি। অসৎ, অন্যায় কেউ বলেনি। শুধু কী রাজনৈতিক নেতারা প্রভাবশালী হয়?'

close