Kode Iklan atau kode lainnya

SSC-TET: নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে স্বেচ্ছাবসর নিতে চান নিয়োগ দুর্নীতির তদন্তকারী CBI-SIT অফিসার

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। এরই মধ্যে স্বেচ্ছাবসর নিতে চান নিয়োগ দুর্নীতির তদন্তকারী CBI-SIT অফিসার। আদালতে এমনটাই জানাল সিবিআই। এই অবস্থায় বাংলাভাষীদের তদন্তে রাখা যায় কিনা সেই নিয়ে ভাবছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দলে কিছু বাংলাভাষী আধিকারিককেও রাখা যায় কি না, সেই বিষয়টি নিয়েও ভাবছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সেই বিশেষ তদন্তকারী দলের অন্যতম সদস্য ধরমবীর সিংহ এবার স্বেচ্ছাবসর নিতে চান। সেই মর্মে সিবিআই-এর কাছে আবেদন জানিয়েছেন সুপার পদমর্যাদার ওই অফিসার।

এনিয়ে শুক্রবার সেই বিষয়টি নিয়ে কলকাতা  জানিয়েছে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। পাশাপাশি সিবিআই-এর বিশেষ তদন্তকারী দলে কিছু বাংলাভাষী আধিকারিককেও রাখা যায় কি না, সেই বিষয়টি নিয়েও ভাবছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে কী কারণে ওই আধিকারিক স্বেচ্ছাবসর নিতে চান, তা জানা যায়নি।

close