Kode Iklan atau kode lainnya

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো নিজের জেলায় বদলি হল না! বদলি প্রক্রিয়া চালু রেখে নিয়োগ প্রক্রিয়াও সচল করার দাবি

  উৎসশ্রীর মাধ্যমে বদলি প্রক্রিয়া

নিউজ ডেস্ক: শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। বিদ্যালয়ে উৎসশ্রীর মাধ্যমে বদলি প্রক্রিয়া বাড়িয়ে ৩০ শে জুন, ২০২৩, পর্যন্ত স্থগিত করা হলো। ফলে বদলি প্রক্রিয়া আরও ছয় মাস বন্ধ থাকবে। এই নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য,  পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরকে অনুরোধ করেছে। সেই অনুরোধ মেনে নেওয়া হয়েছে। ফলে বদলি প্রক্রিয়া ৩০ শে জুন, ২০২৩, পর্যন্ত স্থগিত করা হলো। 

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, “বহু শিক্ষক শিক্ষাকর্মী নিজের জেলা ছেড়ে বহু দূরবর্তী অন্য জেলায় রয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো নিজের জেলায় আজও সবাই বদলি পেল না। বদলি না পেয়ে তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যাতে ৩১ শে ডিসেম্বরের পর উৎসশ্রী পোর্টাল আবার চালু হয়। কিন্তু এই নোটিশ তাঁদের হতাশ করবে। আমরা দাবি করছি, অনলাইনের মাধ্যমে এই বদলি প্রক্রিয়া সবসময়য়ের জন্য চালু রাখা হোক। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াও সচল করা হোক।”

close