Kode Iklan atau kode lainnya

SSC-র নিয়োগ দুর্নীতি তালিকায় নাম, ডাকঘরে গিয়ে সংশ্লিষ্ট কর্মীকে নোটিস ধরালেন প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন সব তথ্য সামনে আসছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে চাকরি খোয়াতে পারেন রাজ্যের বিভিন্ন স্কুলে কাজ করা ১৬৯৮ জন গ্রুপ ডি কর্মী।  জানা যাচ্ছে, স্রেফ সাদা খাতা জমা দিয়ে ২০১৮ সালে গ্রুপ ডি-র চাকরি পেয়েছেন এমন ১৪ জনের হদিশ মিলেছে জলপাইগুড়ি জেলায়।  

স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় নাম রয়েছে স্কুলের এক গ্রুও ডি কর্মীর। এই অবস্থায় সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীকে নোটিস ধরালেন প্রধান শিক্ষক। বৃহস্পতিবার নিজেই জলপাইগুড়ি প্রধান ডাকঘরে যান জলপাইগুড়ি কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক। ওই স্কুলের এক গ্রুপ ডি কর্মীর নাম রয়েছে নিয়োগ দুর্নীতির তালিকায়। ওই কর্মীকে ডাক যোগে নোটিস ধরিয়ে দেন তিনি। প্রধান শিক্ষক বলেন, “আমাকে স্কুলের সেক্রেটারি বলেন, ডিআই অফিস থেকে হাইকোর্টের অর্ডার নিয়ে একটি চিঠি এসেছে। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি করেছি। এটা আদালতের বিচার্য বিষয়।”

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে ১৬৯৮ জন গ্রুপ-ডি কর্মীর নিয়োগ দুর্নীতির আভাস দিয়েছে সিবিআই। এঁরা রাজ্যের বিভিন্ন হাই ও জুনিয়ার হাইস্কুলে কর্মরত। রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে এই কর্মীদের বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরকে জানিয়ে দিয়েছে। সেই বার্তা পেয়ে বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দপ্তর সংশ্লিষ্ট স্কুলগুলিতে মেল পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে। শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে স্কুলগুলির সংশ্লিষ্ট গ্রুপ-ডি কর্মীকে আদালত থেকে পাওয়া ১৬৯৮ জনের তালিকা ও রায়ের কপি দিতে বলা হয়েছে।

স্কুলগুলি পরবর্তী তিনটি কাজের দিনের মধ্যে ওই কপিগুলি সংশ্লিষ্ট গ্রুপ-ডি কর্মীকে দিয়ে প্রাপ্তিস্বীকার করিয়ে সহকারী বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন। সেই নির্দেশ মতই বিভিন্ন স্কুল নিয়োগ দুর্নীতির তালিকায় নাম থাকা কর্মীদেরকে নোটিশ পাঠাচ্ছেন। 

close