Kode Iklan atau kode lainnya

SSC: অযোগ্যদের চাকরি! গোটা মন্ত্রিসভাকে গ্রেফতার করতে হবে, বিরাট দাবি!

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে। এবার এই নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অযোগ্যদের চাকরি কেন? গোটা মন্ত্রিসভার গ্রেফতারির দাবি তুললেন শুভেন্দু।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিজেপি বিধায়কদের দাবি, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বিধানসভায় আলোচনা করতে হবে। কিন্তু যেহেতু এই মামলা বিচারাধীন রয়েছে, তাই মুলতুবি প্রস্তাব খারিজ করা হল বলে জানান স্পিকার। এর পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। 

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন কদিন আগেই জানিয়েছিলেন, ‘অবৈধ চাকরিপ্রাপক’দের পুনর্বহালের জন্য শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা।’ এ নিয়ে সোমবার বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ প্রদর্শনের সময়ই রাজ্য মন্ত্রিসভার সদস্যদের গ্রেফতারের দাবিতে সরব হন শুভেন্দু।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, স্কুল সার্ভিসের মাধ্যমে যাঁরা ব্যতিক্রমী ভাবে(বিপথে) চাকরি পেয়েছেন বা যাঁরা মেধা তালিকার কারচুপির মাধ্যমে পেয়েছেন, তাঁদের কারও চাকরি যাওয়ার পক্ষে নয় সরকার। কারণ, এতে তাঁদের পরিবারের উপর বিপর্যয় নেমে আসতে পারে।  

close