Kode Iklan atau kode lainnya

অবাক কান্ড: প্রাথমিকের মেধাতালিকায় পূর্ণ নম্বরের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর, কেউ পেয়েছেন ১০৯ শতাংশ, কেউ আবার পেয়েছেন ১০০ শতাংশ

নিউজ ডেস্ক: প্রাথমিকের মেধাতালিকায় পূর্ণ নম্বরের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর, তালিকা প্রকাশ হতেই বিতর্কের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেউ পেয়েছেন ১০৯ শতাংশ, কেউ আবার পেয়েছেন ১০০ শতাংশ নম্বর৷ প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই নতুন বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ আদালতের নির্দেশে ২০১৪-র টেটে উত্তীর্ণ প্যানেলভুক্তদের ব্রেক আপ প্রকাশ করল পর্ষদ৷ তালিকা প্রকাশ হতেই শুরু নম্বর বিতর্ক৷ কী ভাবে ১০০ নম্বরের পরীক্ষায় ১০৯ নম্বর পেলেন পরীক্ষার্থী? প্রশ্ন উঠতেই ভুল স্বীকার করে নিয়ে সংশোধনের আশ্বাস পর্ষদের৷  

সোমবার রাতে যে সকল ছাত্রছাত্রী প্যানেলভুক্ত হয়েছিলেন তাঁদের ব্রেক আপ প্রকাশ করা হয়৷ সেই তালিকা দেখেই চক্ষু চড়কগাছ৷  উচ্চমাধ্যমিকে কেউ ১০-এর মধ্যে ১০ পেয়েছেন, কেউ আবার ১০৯ শতাংশ নম্বর পেয়েছেন৷ অর্থাৎ পূর্ণমানের চেয়েও বেশি নম্বর পেয়েছেন তাঁরা৷ কিন্তু, উচ্চমাধ্যমিকের ইতিহাসে এখনও পূর্ণ নম্বর বা তার চেয়ে বেশি নম্বর পাওয়ার রেকর্ড নেই৷ স্বাভাবিক ভাবেই এই নম্বর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ তবে এই বিষয়টি নিয়ে বিকর্ত শুরু হতেই নিজেদের ভুল মেনে নিয়েছে পর্ষদ৷ সংশোধনের আশ্বাসও দেওয়া হয়েছে৷

আদালতের নির্দেশে প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সেই তালিকা দেখে চক্ষু চড়কগাছ অবস্থা। Viva এবং Aptitude Test-এর নম্বর দেওয়ায় চরম বৈষম্য করা হয়েছে বলে দাবি করছেন চাকরি প্রার্থীদের একাংশ। Viva এবং Aptitude Test মিলে মোট নম্বর ধার্য ছিল 10 নম্বর। সেখানেই অনিয়মের অভিযোগ আসছে। 

চাকরি প্রার্থীরা বলছেন, Viva এবং Aptitude Test আলাদাভাবে কিছুই নেওয়া হয়নি। মাত্র কয়েক মিনিটের ইন্টারভিউয়ে ব্যাপক নম্বরের হেরফের করা হয়েছে। যাঁরা Viva তে কম নম্বর পেয়েছেন তাঁরা  Aptitude Test-এও কম পেয়েছেন। অন্যদিকে, যাঁরা Viva তে বেশি পেয়েছেন তাঁরা Aptitude Test-এও বেশি পেয়েছেন।

তবে মেধাতালিকা ভালো করে দেখলে দেখা যাবে অনেকেরই শিক্ষাগত যোগ্যতা খুব ভালো, কিন্তু ইন্টারভিউয়ে খুব নম্বর পেয়েছেন। আবার অনেকের শিক্ষাগত যোগ্যতা তেমন বলার মত নয়, তবে ইন্টারভিউয়ে খুব ভালো নম্বর পেয়েছেন। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 2014 র মেধাভিত্তিক তালিকা বের করেছে তাতে ভাইভা তে MP, HS এ ভালো ছাত্ররা 1/2/3 পেয়েছে আর কম স্কোরের ছাত্ররা 8/10 নম্বর পেয়েছেন। 

2014 টেট থেকে নিয়োগ হওয়া শিক্ষকদের ব্রেক-আপ সহ মার্কস প্রকাশ করলো পর্ষদ। PDF ফাইল ডাউনলোড করতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।  এর আগে, গত ২৩ সেপ্টেম্বর শুক্রবারে, কলকাতা হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রাথমিকের ২০১৬ ও ২০২০ নিয়োগের ব্রেক আপ মার্কস সহ মেধাতালিকা শীঘ্রই প্রকাশ করতে হবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান, ২০১৬ এবং ২০২০-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে কবে ব্রেক আপ মার্কস প্রকাশ করতে পারবে পর্ষদ? জবাবে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৬০ হাজার জনের তথ্য আপলোড করতে একটু সময় লাগবে। আমরা দ্রুত চেষ্টা করছি।

বিচারপতি জানতে চান কত দিনের মধ্যে প্রকাশ করা হবে? পর্ষদ জানায়, তারা ৩০ নভেম্বর প্রকাশ করবে। সম্ভব হলে তার আগেও প্রকাশ করতে পারে। 

অর্থাৎ, আগামী ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে প্রাথমিকে ২০১৬ এবং ২০২০তে যে সমস্ত চাকরি প্রার্থীরা শিক্ষকপদে নিয়োগ পেয়েছিলেন তাদের সমস্ত ব্রেক আপ মার্কস প্রাথমিকের ওয়েবসাইটে আপলোড করা হবে। অবশেষে আজ নম্বর প্রকাশ করা হল। 

২০১৪ সালের টেটের প্রেক্ষিতে দু'দফায় নিয়োগ হয়। প্রথমটি ২০১৬ এবং পরেরটি ২০২০ সালে। দু'দফায় প্রায় ৫৯ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়। সেই শিক্ষকদের সমস্ত তথ্য দিয়ে পুরো মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিল আদালত। শিক্ষকেরা লিখিত ও মৌখিক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।

PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

close