Kode Iklan atau kode lainnya

মডেল প্রশ্ন: শিশু বিকাশ এবং শিশুবিদ্যা বিষয়ে প্রাথমিক টেটের (Primary TET) নমুনা প্রশ্নোত্তর


নিউজ ডেস্ক: প্রাইমারি টেট প্র্যাকটিস সেট শিশু বিকাশ এবং শিশুবিদ্যা-

প্র্যাকটিস সেট ১

১) বিকাশ কোন স্তর থেকে শুরু হয়?

[A] পরবর্তী শৈশব

[B] প্রাক জন্ম

[C] শৈশব

[D] প্রারম্ভিক বাল্যকাল

উঃ [B] প্রাক জন্ম


২) বিকাশ হলো নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই ধারণা নীচের কোন নীতির সঙ্গে সম্পর্ক যুক্ত?

[A] আন্তঃসম্পর্কের নীতি

[B] ধারাবাহিকতার নীতি

[C] সমন্বয় নীতি

[D] মিথস্ক্রিয়ার নীতি

উঃ [B] ধারাবাহিকতার নীতি


৩) নীচের কোন বয়সস্তরে শিশুরা বন্ধুদলের সক্রিয় সদস্য হয়ে ওঠে?

[A] কৈশোরকাল

[B] শৈশবকাল

[C] প্রাপ্তবয়স্ক

[D] প্রারম্ভিক বাল্যকাল

উঃ [A] কৈশোরকাল


৪) কোন স্তর প্রান্তীয় বাল্যকালের অন্তর্ভুক্ত?

[A] 11 থেকে 18 বছর

[B] 18 থেকে 24 বছর

[C] জন্ম থেকে 6 বছর

[D] 6 থেকে 11 বছর

উঃ [D] 6 থেকে 11 বছর


৫) শৈশবকালের সময়সীমা হল-

[A] জন্ম থেকে 2 বছর

[B] জন্ম থেকে 3 বছর

[C] 2 থেকে 3 বছর

[D] জন্ম থেকে 1 বছর

উঃ [A] জন্ম থেকে 2 বছর


৬) বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক?

[A] বিকাশ নির্দিষ্ট বয়সে স্তব্ধ হয়ে যায়

[B] বিকাশের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

[C] বিকাশ হল একমাত্রিক প্রক্রিয়া

[D] বিকাশ বিচ্ছিন্নভাবে হয়

উঃ [B] বিকাশের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে


৭) ‘The Play Way’ বইটির রচয়িতা কে?

[A] হেনরি ক্যাল্ডওয়েল কুক

[B] জন ডিউই

[C] রুশো

[D] ফ্রয়েবেল

উঃ [A] হেনরি ক্যাল্ডওয়েল কুক


৮) পিতা-মাতার কাছে সন্তানের বাল্যকাল কী হিসেবে পরিচিত?

[A] খেলার স্তর

[B] ঝঞ্ঝাটপূর্ণ স্তর

[C] সমস্যাকেন্দ্রিক স্তর

[D] উপরোক্ত সবগুলি

উঃ [D] উপরোক্ত সবগুলি


৯) মনোবিদগণ কোন সময়কে মানব জীবনের ভিত্তিকাল (Foundation Stage) বলেছেন?

[A] শৈশবকাল

[B] প্রান্তিক বাল্যকাল

[C] প্রারম্ভিক বাল্যকাল

[D] কৈশোর কাল

উঃ [A] শৈশবকাল


১০) কে কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন?

[A] মন্তেসরি

[B] ফ্রয়েবেল

[C] রুশো

[D] ডিউই

উঃ [B] ফ্রয়েবেল


১১) ‘কিন্ডারগার্টেন’ শব্দের অর্থ কি?

[A] শিশুর বৃদ্ধি

[B] শিশুর গৃহ

[C] শিশুর চাহিদা

[D] শিশু উদ্যান

উঃ [D] শিশু উদ্যান


১২) নার্সারি বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

[A] স্পেনসার

[B] মার্গারেট ম্যাকমিলান এবং র‍্যাচেল ম্যাকমিলান

[C] জন ডিউই

[D] মন্তেসরি

উঃ [B] মার্গারেট ম্যাকমিলান এবং র‍্যাচেল ম্যাকমিলান


১৩) ICDS প্রকল্প শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত?

[A] প্রাক-প্রাথমিক

[B] প্রাথমিক

[C] মাধ্যমিক

[D] উচ্চ প্রাথমিক

উঃ [A] প্রাক-প্রাথমিক


১৪) ICDS প্রকল্পটি কবে চালু হয়?

[A] 1984 সালে

[B] 1992 সালে

[C] 2002 সালে

[D] 1975 সালে

উঃ [D] 1975 সালে


১৫) অঙ্গনওয়াড়ি কর্মীগন কোন বয়সের শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করেন?

[A] 2 থেকে 4 বছর

[B] 2 থেকে 6 বছর

[C] 3 থেকে 6 বছর

[D] 3 থেকে 5 বছর

উঃ [C] 3 থেকে 6 বছর

প্র্যাকটিস সেট ২

১) সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান কাজ কি?

[A] সমাজের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করা

[B] সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা

[C] শিশুর পরিবর্তিত মানসিক চিন্তাভাবনার বিকাশ

[D] শিশুর দায়িত্ব গ্রহণ করা

উঃ [B] সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা


২) সামাজীকরণের ক্ষেত্রে উপযুক্ত কর্মসূচি গ্রহণের সময় হলো-

[A] শৈশব

[B] বাল্য

[C] কৈশোর

[D] প্রাপ্তবয়স্ক

উঃ [C] কৈশোর


৩) সামাজিককরণে চরম পরিণতি হল-

[A] সমাজ সম্পর্কিত চিন্তাভাবনা

[B] সামাজিক আচরণ

[C] সামাজিক পরিণমন

[D] কোনটাই নয়


উঃ [C] সামাজিক পরিণমন

৪) জন্মের সময় একটি শিশুকে কি বলা হয়?

[A] সামাজিক

[B] অসামাজিক

[C] সমাজ বিরোধী

[D] সামাজিক ও অসামাজিক -এর মধ্যবর্তী

উঃ [D] সামাজিক ও অসামাজিক -এর মধ্যবর্তী

 

৫) ‘Culture’ কথাটি কোন শব্দ থেকে এসেছে?

[A] Colere

[B] Culere

[C] Colare

[D] Culture

উঃ [A] Colere


৬) ‘An Introduction to Sociology’- গ্রন্থটির রচয়িতা কে?

[A] গিলিন ও গিলিন

[B] অগবার্ন

[C] নিমকফ

[D] বিদ্যাভূষণ ও সচদেব

উঃ [A] গিলিন ও গিলিন


৭) একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো-

[A] সংস্কৃতি

[B] মূল্যবোধ

[C] উন্নয়ন

[D] সংহতি

উঃ [A] সংস্কৃতি


৮) ‘শিক্ষা হলো সামাজিক উন্নতি এবং সংস্কারের উপায়’- উক্তিটি কার?

[A] জন ডিউই

[B] জন অ্যাডামস

[C] রুশো

[D] পেস্তালৎসি

উঃ [A] জন ডিউই


৯) কোনটি সামাজিক প্রক্রিয়া?

[A] ধারাবাহিক এবং ব্যক্তি জীবনের সর্বজনীন সঙ্গী

[B] মানব শিশুর সামাজিক মানুষে রূপান্তরের প্রক্রিয়া

[C] ব্যক্তির সঙ্গে সামাজিক সাংস্কৃতিক পরিবেশের মিথষ্ক্রিয়া

[D] উপরের সবকটি

উঃ [D] উপরের সবকটি


১০) ‘School & Society’ গ্রন্থটির লেখক কে?

[A] অগাস্ট কোঁত

[B] জন ডিউই

[C] রবার্ট মার্টিন

[D] এমিল ডুর্কহেইম

উঃ [B] জন ডিউই


১১) একটি শিশুকে আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে _________ করতে পারি।

[A] সাংস্কৃতিক

[B] সমাজের কাছে গ্রহণযোগ্য

[C] সামাজিক রীতিনীতি সম্পর্কে সচেতন

[D] সবকটি

উঃ [D] সবকটি


১২) শিশুর সামাজিকীকরণ প্রথম শুরু হয়-

[A] পরিবার থেকে

[B] প্রতিবেশী থেকে

[C] মায়ের থেকে

[D] বাবার থেকে

উঃ [A] পরিবার থেকে


১৩) কে শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণকে গুরুত্ব দিয়েছেন?

[A] রুশো

[B] ডিউই

[C] রেমন্ট

[D] সক্রেটিস

উঃ [B] ডিউই


১৪) যদি একজন ছাত্র বা ছাত্রী অদ্ভুত পোশাক পরে শ্রেণিকক্ষে আসে, আপনি কি করবেন?

[A] ছাত্র বা ছাত্রীকে ক্লাস করতে বারণ করবেন

[B] তাকে নিয়ে পরিহাস করবেন

[C] তাকে পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে

[D] তার দিকে কোনো মনোযোগ দেবেন না

উঃ [C] তাকে পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে


১৫) সামাজিকীকরণ শব্দের অর্থ কি?

[A] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়

[B] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশুর রাজনৈতিক ভাবধারা গড়ে ওঠে

[C] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশুর বৌদ্ধিক বিকাশ হয়

[D] এটির মাধ্যমে ধর্মবোধের উন্বেষণ হয়

উঃ [A] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়

WB Primary TET Model Questions: পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট শিখন ও শিক্ষণ বিদ্যা নমুনা প্রশ্ন ও উত্তর

WBTET Bengali Mock Test: প্রাথমিকের মক টেস্ট টেট বাংলা

WB Primary Tet Previous Year Question Paper

WB TET  QUESTION PAPER

DOWNLOAD LINK
2013Click Here
2015Click Here
2017Click Here
close