Kode Iklan atau kode lainnya

৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত বকেয়া ডিএ পাওনা, সুপ্রিম কোর্টেও মিলবে জয়! এরিয়ারের অঙ্ক ৭০ হাজার কোটিরও বেশি

বকেয়া ডিএ সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক: বকেয়া ডিএ মামলায় বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মীরা। রাজ্যের আর্জি খারিজ করে পুরোনো নির্দেশেই বহাল রেখেছে আদালত। আদালত তিনবার কড়া নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার বকেয়া ডিএ মেটায়নি। দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ সরকারি কর্মীরা। এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে রাজ্য।

বকেয়া ক্রমে বেড়েই চলছে। যখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩৪ শতাংশে পৌঁছেছে, তখন সরকারি কর্মীদের ভাগ্যে জুটেছে মাত্র ৩ শতাংশ। যে ভাতাকে কর্মীদের অধিকার বলে উল্লেখ করেছে আদালত, সেই ভাতা দিতে কেন এত অনীহা রাজ্যের? উঠছে প্রশ্ন।

রাজ্য সরকারি কর্মী সংগঠনের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২০২০-তে ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপর থেকে আর ডিএ দেওয়া হয়নি।

একটু হিসেব কষলে দেখা যাবে, একজন গ্রুপ ডি কর্মীর পাওয়ার কথা কমপক্ষে ২ লক্ষ ৮০ হাজার টাকা, একজন গ্রুপ সি কর্মীর পাওয়না আছে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ৪ লক্ষ ৭০ হাজার টাকা, হেড অ্যাসিস্ট্যান্টের ৫ লক্ষ ৪০ হাজার টাকা ও সেকশন অফিসারের প্রায় ৬ লক্ষ টাকা এরিয়ার হিসেবে পাওয়া উচিত।

কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, আদালতে সময় নষ্ট বলে কিছু হয় না। বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে লড়াই করতে রাজি তাঁরা। রাজ্য সুপ্রিম কোর্টে গেলে, সেখানেও লড়াই করার প্রস্তুতি রয়েছে। সুপ্রিম কোর্টেও তাঁদের জয় হবে বলে জানিয়েছেন মলয়বাবু। 

এক বিশেষজ্ঞের কথায়, “কোন সময়ে কেন্দ্র এবং রাজ্যের দেওয়া ডিএ-র মধ্যে কত ফারাক ছিল, সেই হিসাব কষলে এরিয়ারের অঙ্ক ৭০ হাজার কোটির আশেপাশে পৌঁছতে পারে। রোপার আইনে বিষয়টি আবদ্ধ থাকায় সুপ্রিম কোর্টেও রায় বদলানোর আশা করা মুশকিল। পরে ৩১% ডিএ দিতে আরও ২৩-২৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে সরকারের।”

close