Kode Iklan atau kode lainnya

সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে; বড় ঘোষণা রাজ্যের

নিউজ ডেস্ক: বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার থেকে কড়া বিধিনিষেধের ঘোষণা রাজ্যের। বাতিল দুয়ারে সরকার ক্যাম্প। এই নিয়ে আজ নবান্নে বৈঠক হয়।

রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়ার ইঙ্গিত মিলতেই একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করল রাজ্য সরকার। তার মধ্যে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা রাজ্যের অন্য়তম প্রাধন লাইফ লাইন লোকাল ট্রেন চলাচলে। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সোমবার থেকেই সন্ধ্যার পরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, কোনও প্রান্তিক স্টেশন থেকে সন্ধ্যা ৭টার পরে কোনও লোকাল ট্রেন ছাড়বে না।

সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে।

সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন।

সোমবার থেকে বন্ধ থাকবে সুইমিং পুল, পার্ক, সেলুন বন্ধ থাকবে। শপিং মল খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বলেন, “সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না।”

close