Kode Iklan atau kode lainnya

TET: প্রাথমিকের টেট পরীক্ষার বিস্তারিত খুঁটিনাটি এক ক্লিকে জেনেনিন

TET: প্রাথমিকের  টেট পরীক্ষার বিস্তারিত খুঁটিনাটি এক ক্লিকে জেনেনিন

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। প্রাথমিক টেটের (TET) বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশিত হল। পাঁচ বছর পর ফের টেটের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। প্রশিক্ষণপ্রাপ্তরাই এই টেটে বসার সুযোগ পাবেন। 

একনজরে দেখে নিই খুঁটিনাটি- 

■১১ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।

■ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এনসিটিই-র গাইডলাইন মেনেই পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

■আগামী ২১ অক্টোবর থেকে পর্ষদের ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। 

■ আবেদন করতে হবে অনলাইনে। 

■জেনারেল ক্যাটাগরিতে আবেদনের ফি ২০০ টাকা, সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা। 

■১৪ অক্টোবর থেকে আবেদনপত্র অনলাইনে জমা নেওয়া শুরু হবে।

■ NCTE -এর নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে।

■ প্রাথমিকের TET পরীক্ষা ১১.১২.২০২২ (রবিবার)। 

■ ১৫০ নম্বরের পরীক্ষা, ৬০% পেলে Qualified. সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫৫%.

■ ডি.এল.এড (D.El.Ed) এবং বি.এড. (B.Ed.) উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে (২০২০-২২ ব্যাচ পর্যন্ত)। 

■জেনারেল প্রার্থীদের টেট উত্তীর্ণ হতে গেলে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেলে তাঁদের টেট উত্তীর্ণ বলে চিহ্নিত করা হবে।

■ প্রাইমারি স্কুলে সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য টেট পাশ করা অপরিহার্য ঠিকই। কিন্তু টেট পাশ করা মানেই নিয়োগ সুনিশ্চিত হওয়া বা নিয়োগে অধিকার অর্জন করা নয়। নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো মানদণ্ডের মধ্যে টেট পাশ করা একটি মাত্র।

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

close