Kode Iklan atau kode lainnya

কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া হবে বলে বড় ঘোষণা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

 মহার্ঘ ভাতা (ডিএ)

নিউজ ডেস্ক: বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে বলে বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের ভাঁড়ার শূন্য। তবু খেলা মেলাতেই খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা। এমনটাই বলছে বিজেপি। 

রাজ্যকে বিঁধে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'বিজেপি সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ভাঁড়ার শূন্য৷ ভিখারি হয়ে গিয়েছে এই সরকার৷ ডিএ-র টাকা মেলা খেলাতে চলে গিয়েছে। এখন আমার আপনার ট্যাক্সের টাকায় বড় বড় উকিল ভাড়া করে হয়তো সুপ্রিম কোর্টে যাবে এই রায়ের বিরুদ্ধে।'

আরও বলেন,' সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি মানে শুধুমাত্র সরকারি কর্মীরাই উপকৃত হন তা নয়, সেই টাকা বাজার অর্থনীতিতে প্রবেশ করে চাঙ্গা করে অন্যান্য ক্ষেত্রকেও। রাজ্য সরকার খেলা-মেলা অনুদানে কোটি কোটি টাকা খরচ করছে তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা চাই, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান ও অন্যান্য বিষয়ের দিকেও নজর দিক সরকার'।

সুকান্ত মজুমদারের ঘোষণা, 'রাজ্যের সঙ্গে DA-তে কেন্দ্রের ফারাক ৩০%-এরও বেশি হয়ে গিয়েছে। আমরা ক্ষমতায় এলেই কেন্দ্রীয় হারে এ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দেব।' 

মহার্ঘভাতা বা ডিএ মামলায় বৃহস্পতিবারই রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গেই সরকারকে নিশানা অব্যাহত রেখেছে বিরোধীরা। 

close