Kode Iklan atau kode lainnya

দুর্গাপুজোর আগেই শেষ করতে হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের দাবিতে টুইট অভিযান চাকরি প্রার্থীদের

 দীর্ঘ আট বছর ধরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ এখনো পর্যন্ত অধরাই রয়েছে

নিউজ ডেস্ক: ৩০ জানুয়ারি ২০১৪ সালে উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আট বছর অতিক্রান্ত হয়ে এটা ২০২২ সাল। দীর্ঘ আট বছর ধরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ এখনো পর্যন্ত অধরাই রয়েছে।

একদিকে যেমন শিক্ষকের অভাবে স্কুলের পঠন-পাঠন ব্যাহত হচ্ছে, অন্যদিকে, অপেক্ষার পারদ  বেড়েই চলছে চাকরি প্রার্থীদের। ইতিমধ্যেই নিয়োগ নিয়ে দু দুবার ইন্টারভিউ দিয়েছেন চাকরি প্রার্থীরা।  এই অবস্থায় দ্রুত নিয়োগের দাবিতে টুইট অভিযান চালালেন চাকরি প্রার্থীরা।

আট বছর ধরে শিক্ষক নিয়োগ থমকে উচ্চপ্রাথমিকে। দুর্গাপুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক—এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে টুইট করা শুরু করলেন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সোমবার তাঁরা টুইট কর্মসূচি নেন। 

সকাল থেকে তাঁরা টুইট শুরু করেন #we_want_upper_primary_recruitment_before_puja_vacation @mamataofficial, @Basu_Bratya—এই দু’টি টুইটার অ্যাকাউন্টে। সোমবার, দিনভর ৫০০-৭০০ টুইট করা হয়েছে বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। 

close