Kode Iklan atau kode lainnya

‘সবারই কথা ফাঁস, চাকরি তো চলে যাবে, পার্থকে বলতে হবে তাহলে..’ ভাইরাল চাঞ্চল্যকর অডিও ক্লিপ

‘সবারই কথা ফাঁস,  চাকরি তো চলে যাবে, পার্থকে বলতে হবে তাহলে..’ ভাইরাল চাঞ্চল্যকর অডিও ক্লিপ

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের পার্থ চট্টোপাধ্যায়ের নাম সামনে এল! টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরির অভিযোগ! ফোনে কথা বলার সময় এজেন্টের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের নাম! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চাঞ্চল্যকর অডিও ক্লিপ! যদিও এই অডিও ক্লিপের সততা যাচাই করেনি বিশ্ব বার্তা।   

চাকরিপ্রার্থীর আত্মীয়: কখন যাব? 

এজেন্ট: কালকে আসুন বেড়াতে, টাকা দিতে পারব না কিন্তু।

চাকরিপ্রার্থীর আত্মীয়: টাকা দিতে পারব না, বললে তো হবে না।

এজেন্ট: না, এখন দিতে পারব না।

চাকরিপ্রার্থীর আত্মীয়: আর আপনি যে বললেন খাতা সেরে রেখে দিয়েছি ....খাতা তো ফাঁস

এজেন্ট: কিসের?

চাকরিপ্রার্থীর আত্মীয়: ঐ টেটের

এজেন্ট: কার খাতা ফাঁস?

চাকরিপ্রার্থীর আত্মীয়: সবারই কথা ফাঁস...যেকটার পয়সা আমরা দিয়েছি।

এজেন্ট: চাকরিটা কি এমনি পেলেন নাকি?

চাকরিপ্রার্থীর আত্মীয়: চাকরি তো চলে যাবে.. চাকরি থাকবে নাকি?

এজেন্ট: তার জন্য কি দায়ী আমি নাকি?

চাকরিপ্রার্থীর আত্মীয়: খাতা যদি পুরো সারা থাকত, তাহলে যেত না।

এজেন্ট: পার্থ চ্যাটার্জিকে বলতে হবে তাহলে..

চাকরিপ্রার্থীর আত্মীয়: না এরকম করবেন না.. তাহলে কিন্তু আপনার নাম চলে আসবে।

এজেন্ট: তা আসবে, ভয় দেখাচ্ছেন নাকি আপনি আমাকে?

চাকরিপ্রার্থীর আত্মীয়: যদি ধরেন ভয়..তাহলে ভয়

এজেন্ট: আপনি কি কথা বলছেন তাহলে?

চাকরিপ্রার্থীর আত্মীয়: আপনি বলছেন যে টাকা দিতে পারব না।

এজেন্ট: দেব না বলেছি নাকি? খাতা সারার গল্পটা এখানে আনবেন কেন আপনি? আপনি নিয়ে আসুন যান।

চাকরিপ্রার্থীর আত্মীয়: আমাকে এই টাকাটা তো ফেরত দিন।

এজেন্ট: আমার নাম চলে এলে আপনার নামও চলে আসবে।

চাকরিপ্রার্থীর আত্মীয়: আমার নাম তো আসবেই, আমি তো ক্লেমটা করব।

এজেন্ট: ওইসব বলেন না।

চাকরিপ্রার্থীর আত্মীয়: আপনি এরকম আজ না হয় কাল কাল না হয় পরশু করলে তো হবে না.. আমাকে ফিক্সড ডেট দেন কবে দেবেন? 

এজেন্ট : ছয় মাস পর দেব।

চাকরিপ্রার্থীর আত্মীয়: বেশ তাহলে ছয় মাস পর আদালতে দেখা হবে।

এজেন্ট: যদি আপনার আইন থাকে আমারও আইন আছে।

close