Kode Iklan atau kode lainnya

হাইকোর্টের নির্ধারিত সময়সীমার অর্ধেক অতিক্রান্ত, এবার বকেয়া ৩১% DA দেবে রাজ্য? কি ভাবছে নবান্ন?

নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। হাইকোর্টের নির্ধারিত সময়সীমার অর্ধেক অতিক্রান্ত হয়েছে। তবে কি এবার বকেয়া ৩১% DA দেবে রাজ্য? বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) কবে পাবেন রাজ্য সরকারি কর্মীরা? 

কলকাতা হাইকোর্টের বেঁধে যাওয়ার সময়সীমার অর্ধেক দিন কেটে গেলেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ৩১ শতাংশ ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) প্রদান নিয়ে নবান্নের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সেই পরিস্থিতিতে ধন্দে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। 

গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ ৪৫ দিন ইতিমধ্যে কেটে গিয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে প্রায় ২৩,০০০ কোটি টাকা লাগবে। 

কিন্তু আপাতত ডিএ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি রাজ্য সরকার। ডিএ নিয়ে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে কোনও পিটিশন দাখিলের খবর মেলেনি।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের দাবি, ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ১ জুলাই পর্যন্ত নিয়ম মোতাবেক ডিএ পাননি রাজ্য সরকারি কর্মচারীরা। সেই বকেয়া ডিএ যাতে রাজ্য সরকার মিটিয়ে দেয়, সেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের হিসাব অনুযায়ী, গ্রুপ ‘ডি’ কর্মীরা (বেতনক্রম ৬,৬০০ টাকা হলে) বকেয়া ডিএ বাবদ ২৭৮,০০০ টাকা পাবেন। গ্রুপ 'সি' কর্মীরা (বেতনক্রম ৮,৮০০ টাকা) ৩৭৩,০০০ টাকা পেতে পারেন। আপার ডিভিশন অ্যাসিসট্যান্টের ক্ষেত্রে বকেয়া ডিএয়ের অঙ্কটা প্রায় পাঁচ লাখ টাকা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের হিসাব অনুযায়ী, বকেয়া ডিএ বাবদ তাঁদের অ্যাকাউন্টে ৪৬৬,০০০ টাকা ঢুকতে পারে। 

ডিএ মামলায় কলকাতা হাইকোর্টে বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মীরা। আদালত রায় দিয়েছে অবিলম্বে বকেয়া সহ ডিএ মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্যের তরফ থেকে তেমন কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না।  এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ ডিএ পাচ্ছেন। অন্যদিকে এই রাজ্যের সরকারি কর্মীরা মাত্র ৩ শতাংশ ডিএ পাচ্ছেন। দীর্ঘদিন ধরেই চলছে এই বেতন বঞ্চনা। 

close