Kode Iklan atau kode lainnya

আদালতের নির্দেশ মত সম্পত্তির হিসাব পেশ অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের

নিউজ ডেস্ক: অবশেষে নিজের সম্পত্তির হিসাব পেশ করলেন অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। আজ, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে হলফনামা দাখিল করলেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।

আজ কলকাতা হাইকোর্টে সম্পত্তির হলফনামা পেশ করেন প্রাক্তন পর্ষদ সভাপতি। জানা গেছে নিজের সহ, স্ত্রী, পুত্র, পুত্রবধূ, মেয়ে, জামাইয়ের সম্পত্তির হলফনামা দাখিল করেন তিনি।

এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন মানিক বাবু। আগের শুনানিতে মানিক ভট্টাচার্যের আইনজীবী জানিয়েছিলেন যেহেতু মামলাটি ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে সেই কারণে তারা এখনো পর্যন্ত সম্পত্তির হিসেব জমা দেননি। অবশেষে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার সম্পত্তির হলফনামা জমা করার নির্দেশ দেন। 

গত শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি এখন সিলবন্ধ খামটি নিলেও খুলবেন না। ডিভিশন বেঞ্চের রায়ের উপরে নির্ভর করে এই বিষয়টিতে পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। উল্লেখ্য এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন মানিক বাবুর কী কী সম্পত্তি রয়েছে? এছাড়া তার স্ত্রী পুত্র পুত্রবধূ এবং মেয়ের বিয়ের আগে কি কি উপহার পেয়েছেন কি কি সম্পত্তি রয়েছে সেসব হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছিলেন। এরপরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন মানিক ভট্টাচার্য।

close