Kode Iklan atau kode lainnya

টেট-SSC কাণ্ডে মিলল বিস্ফোরক তথ্য, খোঁজ মিলল পুলিশ কর্মীর, পার্থের কাছে টাকা আসত পুলিশ গাড়িতেই

পার্থ চট্টোপাধ্যায় ইডি

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার খোঁজ মিলল এক পুলিশ কর্মীর। ‘পুলিস’ গাড়িতে চাপিয়েই বিভিন্ন জেলা থেকে আসত নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। কার্যত ‘গ্রিন করিডর’ বানিয়ে নিরাপদে গাড়িগুলি পৌঁছে দেওয়া হতো কলকাতার নির্দিষ্ট ঠিকানায়। এসএসসি কাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। 

তদন্তকারীরা বলছেন, সমস্ত নাকা চেকিং, টোল প্লাজা নির্বিঘ্নে পার করানোর দায়িত্বে থাকতেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এক পুলিস কর্মী। ‘কালেকশন’-এর টাকা নিরাপদে ‘ডেরায়’ নিয়ে আসতে কলকাতা পর্যন্ত কার্যত ‘গ্রিন করিডর’ তৈরি রাখতেন তিনিই। নির্দিষ্ট গাড়িটির খোঁজে শহরের বিভিন্ন প্রান্তে হানা দিতে শুরু করেছেন তদন্তকারীরা। ‘কুবেরের ধন’ সংগ্রহে সাহায্যকারী সেই পুলিস কর্মীর যাবতীয় গতিবিধিও এখন ইডির ‘স্ক্যানারে’। অভিযুক্তের মোবাইল ফোনের কল ডিটেইলস পরীক্ষার কাজ চলছে।

ইডি সূত্রে খবর, টাকার ব্যাগ ভর্তি ওই গাড়ি প্রথমে পৌঁছত পার্থবাবুর নাকতলার বাড়িতে। সেখানে চলত নোট গোনার কাজ। তারপর খামবন্দি হয়ে সেই টাকা চলে যেত ধৃত অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুর বা বেলঘরিয়ার ফ্ল্যাটের ‘মিনি ব্যাঙ্কের’ ভল্টে। তদন্তে উঠে আসছে, ওই পুলিস কর্মী শুধু জেলা থেকে টাকা এনে ক্ষান্ত হননি। টেট ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও মাথা গলিয়েছেন। বিভিন্ন প্রার্থীর জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থবাবুর কাছে তিনি সুপারিশ করেছেন বলে অভিযোগ। তার মধ্যে বেশ কয়েকজন চাকরিও পেয়েছেন। 

দুর্নীতির তদন্তে নেমে এখনও পর্যন্ত ইডি জানতে পেরেছে, এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ামাত্র বিভিন্ন জেলায় সক্রিয় হয়ে উঠত ‘এজেন্ট’রা। এমনকী শাসকদলের ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতানেত্রী পর্যন্ত সেই কাজ করেছেন। চাকরিপ্রার্থীকে খোঁজা থেকে দরদাম, টাকা সংগ্রহ—সব কিছু করত এই তাঁরা। তদন্তে জানা গিয়েছে, পার্থবাবুর নির্দেশমতো এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন সংশ্লিষ্ট পুলিস কর্মী। প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ২০ বছরের। পার্থবাবুর নাকতলার বাড়িতেও নিয়মিত যাতায়াত করতেন। দু’জনের দীর্ঘ ফোনালাপের তথ্য হাতে এসেছে ইডির। 

close