Kode Iklan atau kode lainnya

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ব্রাত্য বসু দায় এড়াতে পারেন না! সাংবাদিক সম্মেলনে উঠল দাবি

ব্রাত্য বসু
ফাইল চিত্র

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার। এই অবস্থায় ফের পরিবর্তনের ডাক দেওয়া হল। দুর্নীতি ইস্যতে সরব হলেন বুদ্ধিজীবীরা। রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার সোচ্চার বুদ্ধিজীবীরা। 'রাজ্যে আরেকটা পরিবর্তন আসন্ন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন।' 

শনিবার SSC দুর্নীতি ইস্যুতে বুদ্ধিজীবীদের সাংবাদিক সম্মেলনে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, চন্দন সেন, মানসী সিনহা, পরিচালক অনীক দত্ত, সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র, শুভেন্দু মাইতি, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য নাগরিকবৃন্দ। সেই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারকে আরও একবার নিশানা করলেন প্রবীণ বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।  

বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ২০১১ পর থেকে পশ্চিমবঙ্গে যত নিয়োগ হয়েছে, তার সবটাই দুর্নীতিতে কলুষিত। তাঁর কথায়, পাবলিক সার্ভিস কমিশন গঠনের খোলনলচে বদলে সেটাকে তৃণমূলের কাছের লোক দ্বারা পরিচালিত করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বোঝাপড়া রয়েছে। যা অনেকে ‘সেটিং’ বলেন। ২০১১ সালের পরে থেকে চক্রান্ত হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। এটা হিমশৈলর চূড়ামাত্র।

তিনি আরও বলেন, 'আমি পার্থবাবুর কথার সঙ্গে একমত। ষড়যন্ত্র হয়েছে। বৃহত্তর ষড়যন্ত্র। সরকারি স্কুলের ব্যাপারে অনীহা সৃষ্টির ষড়যন্ত্র।' 

সাংবাদিক সম্মেলনের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অভিনেতা জয়রাজ ভট্টাচার্য। তাঁর কথায়, 'ব্রাত্য বসু দায় এড়াতে পারেন না। কারণ, শেষদিকে পার্থবাবু আর শিক্ষামন্ত্রী ছিলেন না। ব্রাত্য বলেছেন, শুধু তৃণমল কংগ্রেসের ছেলেমেয়েরাই চাকরি পাবেন।' 

close