Kode Iklan atau kode lainnya

ব্রেকিং: মাধ্যমিকের ফল প্রকাশ ৩ জুন, ঘোষণা পর্ষদের, কোথায় দেখবেন ফলাফল?

 

নিউজ ডেস্ক: অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। চলতি সপ্তাহেই প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিকের ফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৩ জুন প্রকাশ হবে। পরীক্ষার ফলাফল সকাল ৯টার সময় প্রকাশ করা হবে বলে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ওই দিন সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল ওয়েবসাইটে জানাতে পারবে। 

আজই এই সম্পর্কিত প্রেস নোট দিয়েছে পর্ষদ। সেখানেই বলা হয়েছে আগামী ৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। 

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এ বছর পরীক্ষা নেওয়া হয়েছে।

কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন:

১) www.wbbse.wb.gov.in 

২) wbresults.nic.in

কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন?

১)wbresults.nic.in/ www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।

২) 'WBBSE class 10th Results' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) Submit এ ক্লিক করতে হবে। 

৫) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে। 

৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো

উপরের উল্লিখিত ওয়েবসাইট ছাড়াও আরও বেশকিছু ওয়েবসাইটে মাধ্যমিকের ফল জানা যাবে। 

close