Kode Iklan atau kode lainnya

‘কোনও দুর্নীতিতে ছিলাম না, দলের কোন বিজ্ঞ কী বলল উত্তর দেব না’ বড় মন্তব্য পার্থের

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই নিয়ে আদালতে বারেবারে কটাক্ষের মুখে পড়তে হয়েছে কমিশনকে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। এবার মুখ খুললেন তিনি। ‘কোনও দুর্নীতিতে ছিলাম না, দলের কোন বিজ্ঞ কী বলল উত্তর দেব না’, এমনই মন্তব্য করলেন তিনি। 

কিছুদিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এসএসসি দুর্নীতি প্রসঙ্গে বলেছিলেন, দুর্নীতি যা হয়েছিল, তা পার্থ চট্টোপাধ্যায়ের আমলে। ব্রাত্য বসুর আমলে হয়নি। ফলে পার্থ বাবুই বিস্তারিত জানতে পারবেন। 

তিনি বলেন, “আমি যতদিন ছিলাম (পড়ুন শিক্ষা দফতরে), দুর্নীতির অভিযোগ আসেনি”। পার্থ যে কুণালকেই জবাব দিতে চেয়েছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর পরের বাক্যেই। যেখানে তৃণমূলের মহাসচিব বলেছেন, “আমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না”।

এ নিয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এ নিয়ে একটি শব্দও উচ্চারণ করব না।”

পার্থ আরও বলেন, , ‘‌আমি যতদিন ছিলাম, দুর্নীতির কোনও অভিযোগ আসেনি। আমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, এনিয়ে কিছু বলব না। কার সময়ে হয়েছে, এটাতে আমি বিশ্বাসী নই।’‌ 

একই সঙ্গে জানান, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য চালাচ্ছেন, তাতে তিনি দীর্ঘদিনের ইতিহাস তৈরি করবেন। মমতার পর কে মুখ্যমন্ত্রী হবেন, বলতে পারছি না।’‌ 

একইসঙ্গে অভিষেক সম্পর্কে প্রশংসা করলেও তাঁর অভিমত, ‘‌অভিষেক তো আগেই বলেছিলেন, ২০ বছর সরকার নিয়ে ভাববেন না। তারপরও কেন লোকে এই ধরনের কথা বলছেন, জানি না। অভিষেক তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা। কিন্তু মমতাকে সামনে রেখে তুলনা করা যায় না।’‌

close