Kode Iklan atau kode lainnya

কলেজের সহকারী অধ্যাপক নিয়োগে আরও পাঁচটি নতুন বিষয়ের ইন্টারভিউ তালিকা প্রকাশ! দেখেনিন তালিকা

নিউজ ডেস্ক: ২০২০ এর বিজ্ঞাপন মেনে কলেজ সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর সহকারী অধ্যাপকের নিয়োগের জন্য প্রায় ৩৩হাজার আবেদন জমা পড়েছে। ৪৫ টি বিষয়ের জন্য সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। জানুয়ারির ১৭ তারিখ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে কমিশন।

রাজ্যের কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। প্রায় এক বছর পর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে সিএসসি। নোটিশ দিয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এর আগে রসায়ন, গণিত, ভূগোল এবং পদার্থবিদ্যার  তৃতীয় ফেজের তালিকা এবং প্রাণিবিদ্যার দ্বিতীয় ফেজের তালিকা প্রকাশ করেছিল কলেজ সার্ভিস কমিশন। 

এবার আরও ৫টি বিষয়ের তালিকা প্রকাশ করা হল। এর মধ্যে বোটানি, কমার্স, কম্পিউটার সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ের প্রথম ফেজের তালিকা এবং দর্শন বিষয়ের দ্বিতীয় ফেজের তালিকা প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন। বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.wbcsconline.in/) ফলো করুন। তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন- 

11.04.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR BOTANY-1st PHASE (ADVT. NO. 1/2020) DATED 11/04/2022

11.04.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR COMMERCE -1st PHASE (ADVT. NO. 1/2020) DATED 11/04/2022

11.04.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR COMPUTER SCIENCE -1st PHASE(ADVT. NO. 1/2020) DATED 11/04/2022

11.04.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR PHILOSOPHY - 2nd PHASE (ADVT. NO. 1/2020) DATED 11/04/2022

11.04.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR POLITICAL SCIENCE- 1st PHASE (ADVT. NO. 1/2020) DATED 11/04/2022

close