Kode Iklan atau kode lainnya

ই-বেতন, ই-পেনশনের পরে এবার চালু হচ্ছে ই-সার্ভিস বুক

নিউজ ডেস্ক: ভালো খবর শিক্ষকদের জন্য। দীর্ঘদিনের দাবি মেনে শিক্ষকদের জন্য ই-সার্ভিস বুক চালু হচ্ছে। ই-বেতন, ই-পেনশনের পরে  স্কুল শিক্ষকদের ই-সার্ভিস বুক চালুর পরিকল্পনা করল স্কুলশিক্ষা  দফতর। 

এই বিষয়ে দফতরের এক কর্তা জানান, প্রতি মাসের বেতন ও  অবসরের পরে পেনশন পেতে শিক্ষকদের যাতে অসুবিধা না হয় সে জন্য ইতিমধ্যেই ওই প্রক্রিয়া  অনলাইনে করা হয়েছে। এ বার  শিক্ষকদের চাকরি জীবনের তথ্য  থাকা সাভিস বুকও দেখা যাবে অনলাইনে। 

ই-সার্ভিস বুক চালু হওয়ার কথা শুনে শিক্ষক স্বপন মণ্ডল বলেন, “বহু দিন ধরেই  ই-সাভিস বুকের দাবি ছিল। তা বাস্তবায়িত হবে জেনে ভাল লাগছে।”

close