Kode Iklan atau kode lainnya

B.Ed. vs D.El.Ed: সুপ্রিম কোর্টে শুনানি, জানুন B.Ed. vs D.El.Ed মামলার আজকের আপডেট

 

নিউজ ডেস্ক: আজ দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে বিএড বনাম ডিএলএড (D.El.Ed vs B.Ed) মামলার শুনানি ছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অত্যান্ত গুরুত্বপূর্ণ এই মামলা। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার থাকবে, মূলত এই নিয়েই মামলা করেন ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। এই মামলার দিকে তাকিয়ে আছেন দেশের কয়েক লক্ষ চাকরি প্রার্থী। 

আজ সুপ্রিম কোর্টে খুব অল্প সময় এই মামলার শুনানি  চলে। মাত্র 5 মিনিটের মত সময় নিয়ে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলে। এদিন MHRD-এর পক্ষ থেকে একটি এস এল পি সুপ্রিম কোর্টে দায়ের করা হয়। তবে এস এল পি নম্বর জেনারেট না হওয়ায় ট্যাগ হতে পারেনি। 

এক্ষেত্রে পরবর্তী শুনানির তারিখ দেন বিচারপতি। সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে 19 জুলাই 2022। আজ MHRD র তরফ থেকে বিচারপতিকে শুনানি করার জন্য অনুরোধ করলেও বিচারপতি তা করতে রাজি হননি। শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 19 জুলাই 2022।

close