Kode Iklan atau kode lainnya

ভালো খবর চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য, বেতনবৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি

 

নিউজ ডেস্ক: ভালো খবর চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য। চুক্তিভিত্তিক শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরকালীন ৩ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করল শিক্ষা দপ্তর। মঙ্গলবার শিক্ষাদপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর থেকে এই বেতনবৃদ্ধি কার্যকর করার কথা বলা হয়েছে।

দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং অবসরকালীন ভাতা দেওয়ার কথা ঘোষণা করল শিক্ষাদপ্তর। মঙ্গলবার শিক্ষাদপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বাৎসরিক ৩ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হবে তাঁদের। অর্থাৎ, প্রতিবছর ৩ শতাংশ করে বেতনবৃদ্ধি হবে। পাশাপাশি অবসরকালীন আর্থিক সুবিধা হিসেবে দেওয়া হবে এককালীন ৩ লক্ষ টাকাও। 

এর ফলে ৭৮৭ জন এ-ধরনের শিক্ষক উপকৃত হবেন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ সরকার বলেন, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তবে, পে স্কেল চালুর মূল দাবি থেকে সরছি না। শিক্ষক নেতা নবকুমার কর্মকার বলেন, এই পদক্ষেপকে স্বাগত। তবে শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড চালু হলে আরও ভালো হতো।

close