Kode Iklan atau kode lainnya

বঞ্চনার পরিমাণ আরোও তীব্র! বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি সমস্ত শূন্য পদে নিয়োগের দাবি

 

নিউজ ডেস্ক: আরো ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এ-র পরিমাণ বেড়ে দাঁড়ালো ৩৪%। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিক্ষক, শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারীগণ মাত্র ৩% ডিএ নিয়ে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম ডিএ প্রাপক হিসাবে এ রাজ্যে রয়েছেন। এ রাজ্যে বঞ্চনার পরিমাণ ক্রমশ লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছে। সরকার পুরোপুরি নির্বিকার! এর ফলে এক এক জন শিক্ষক, শিক্ষাকর্মীসহ রাজ্য সরকারি কর্মচারীগণ প্রতিমাসে প্রায় ১০/১২ হাজার থেকে ৪০ হাজার টাকা করে বেতন কম পাচ্ছেন। 

কেন্দ্রীয় মন্ত্রিসভা ৭ তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারের জন্য মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।

এই সাম্প্রতিক বৃদ্ধির সাথে, DA হবে মূল বেতনের ৩৪%।  ৫০ লাখেরও বেশি সরকারি কর্মচারী এবং ৬৫ লাখ পেনশনভোগী এই পদক্ষেপ থেকে লাভবান হবেন।

কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI0IW) অনুসারে মূল্যস্ফীতির হারের ভিত্তিতে গণনা করা হয়। 

এই নিয়ে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, “আমাদের প্রাপ্য অর্থ নিয়ে ভোটের রাজনীতি চলছে। অথচ দীর্ঘদিনের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদের। অন্যান্য রাজ্য যদি ডিএ দিতে পারে তাহলে আমাদের রাজ্য তা পারবে না কেন? সাথে সাথে বহু পদ শূন্য রয়েছে যেখানে দীর্ঘদিন কোনো নিয়োগ নেই। শিক্ষিত বেকারগণ হাহাকার করে ঘুরছে। আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত শূন্যপদে নিয়োগ এবং অতি দ্রুত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হোক।”

close