Kode Iklan atau kode lainnya

আপনি জানেন কি রেলের শেষ কামরায় কেন আঁকা থাকে Cross চিহ্ন? জানুন

নিউজ ডেস্ক: ভারতীয় রেল যেন প্রত্যেক ভারতীয় নাগরিকদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন কোটি কোটি লোক রেল যাত্রা করে থাকেন। এই যাত্রার সময় আমাদের নজরে রেলের কোচ বা বগিতে অনেক সাইনবোর্ডে ও চিহ্ন নজর আসে। আমরা অনেক সময় এটি খেয়াল করলেও তেমন ভাবে নজর করি না। 

আপনি জানেন কি রেলের শেষ কামরায় কেন আঁকা থাকে Cross চিহ্ন? আসুন আজ আমরা জেনে নিই। 

ট্রেনের কামরার একেবারে শেষ কোচে একটা ক্রস এর মত দাগ দেখা যায়। এটি সমস্ত ট্রেনের শেষ কামরাতেই দেখা যায়। এই কারণে এটি দেওয়া হয় যাতে স্টেশনে উপস্থিত রেলের কর্মচারীরা এটা বুঝতে পারেন যে গোটা ট্রেনটি স্টেশন পার হয়ে চলে গিয়েছে। 

যদি কোনও সময়ে এই দাগ দেখতে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে মাঝখান থেকে কোন কামরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তখনই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এই ক্রস চিহ্ন দেখতে পেলেই সবুজ পতাকা নেড়ে গ্রিন সিগন্যাল দেন রেল স্টেশনের কর্মীরা।

close