Kode Iklan atau kode lainnya

ওমিক্রন বিশ্বব্যাপী ‘মারাত্মক বিপদ’ ডেকে আনতে পারে বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 

নিউজ ডেস্ক: ওমিক্রন বিশ্বব্যাপী ‘মারাত্মক বিপদ’ ডেকে আনতে পারে বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। করোনা ভাইরাসের নতুন রূপ নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগের কারণ তৈরি করেছে। কপালে ভাঁজ ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। ইতিমধ্যে সব দেশকে সতর্ক করে করেছে সংস্থাটি। হু মনে করছে সংক্রমণ বাড়লে কিছু এলাকায় পরিস্থিতি ‘গুরুতর’ হয়ে উঠতে পারে।

হু জানিয়েছে, ‘অভূতপূর্ব গতিতে ওমিক্রনের মিউটেশন হয়েছে। অতিমারির গতিপথে এর প্রভাব যথেষ্ট উদ্বেগজনক। করোনাভাইরাসের এই নতুন রূপ বিশ্বকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।’

ওমিক্রন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যাঁরা আগে কোভিডে আক্রান্ত হয়েছে, তাঁরা আবারও ওমিক্রন আক্রান্ত হতে পারেন। যদিও কতটা সংক্রামক তা এখনও স্পষ্ট নয়। আরটি-পিসিআর পরীক্ষা এই রূপকে দ্রুত ধরতে সক্ষম বলে জানিয়েছে হু। এই ভাইরাসের উপর কোভিড টিকার কার্যকারিতা কতটা তা জানার জন্য গবেষণা চলছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

যদিও এখন পর্যন্ত করোনাভাইরাসের এই নতুন রূপে আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি। তবে এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে।

close