Kode Iklan atau kode lainnya

তাঁরা আইন জানেন না! SSC ২৬ হাজার চাকরি বাতিল: দুর্নীতি নিয়ে এদিন যা বললেন পার্থ চট্টোপাধ্যায়

 পার্থ চট্টোপাধ্যায়

SSC পার্থ চট্টোপাধ্যায়: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। চাকরিহারাদের বিক্ষোভে শুক্রবার তুলকালাম হল করুণাময়ী। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হল। অবিলম্বে সুবিচার চেয়ে ফের পথে নেমেছিলেন চাকরিহারা শিক্ষকরা। ফের একবার এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজের দায় এড়ালেন রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

কলকাতা হাই কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। চাকরি যাওয়া নিয়ে পার্থ চুপ থাকলেন। তিনি শুধু বলেন, ‘‘আমি এখনও বলব, আমি নিয়োগকর্তা নই। যাঁরা দুর্নীতির জন্য আমাকে দায়ী করছেন, তাঁরা আইন জানেন না।’’

চাকরি হারাদের বিষয়ে মিডিয়ার প্রশ্নের জবাবে পার্থ প্রথমে চুপ থেকেও পরে বলেন, ‘কেন, নিয়োগ কর্তা ছিলেন না? দুর্নীতির জন্য যাঁরা তাঁকে দায়ী করছেন, তাঁরা আইন জানেন না।’ 

শুক্রবার শুনানি শেষে অর্পিতা আদালত চত্বরে তাঁর জেলজীবন নিয়ে আক্ষেপ করলেও প্রকাশ্যে তিনি দোষারোপ করতে চাইলেন না।

এই অবস্থার জন্য কি রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দায়ী করবেন?’ করুণ হাসি দেখা দিল মুখে। বললেন, ‘‘কাকে আর দোষ দেব? সব চলছে। ঠিকই আছে।’’ জেলজীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করে অর্পিতা আরও বললেন, ‘‘জেলের জীবন আর কেমন হয়!’’ কোথা থেকে তাঁর দু’টি ফ্ল্যাটে অত টাকা এসেছিল, তা নিয়ে মুখে কুলুপ অর্পিতার। স্বল্প কথায় বললেন, ‘‘আদালতেই সব সামনে আসবে।"

সদ্য কলকাতা হাইকোর্টের রায়ে এসএসসির সুপারিশ পত্র পাওয়া প্রায় ২৬ হাজার চাকরি গিয়েছে। এই প্রসঙ্গে অর্পিতার মন্তব্য, ‘‘এত চাকরি যাওয়া দুঃখের। যাদের চাকরি গিয়েছে, তাদের নিয়ে চিন্তা করুন। আমার খারাপ লাগছে। যাদের চাকরি গিয়েছে, তাদের অনেকেই আমার বয়সি।’’

close