Kode Iklan atau kode lainnya

এবার প্রাথমিক স্কুলগুলি খোলার চিন্তাভাবনা চলছে: শিক্ষাদপ্তরের প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্ক: নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাসের স্বাভাবিক পঠন-পাঠন আগেই শুরু হয়েছে।  এবার প্রাথমিক স্কুলগুলি খোলার চিন্তাভাবনা চলছে বলে জানালেন শিক্ষাদপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। রবিবার জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান তিনি।

পরেশচন্দ্র অধিকারী বলেন, মহামারীর কারণে বন্ধ হয়ে থাকা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য। খুব শীঘ্রই স্কুল খোলার ঘোষণাও হয়ে যাবে। সেই ব্যাপারেই ভাবনাচিন্তা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় দু’বছর ধরে স্কুল বন্ধ। যার কারণে বিভিন্ন স্কুলের মেরামতির প্রয়োজন আছে। সেই নিয়েও কথা হচ্ছে প্রশাসনের বিভিন্ন স্তরে। 

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামতাপুরী ও রাজবংশী ভাষার যে নতুন স্কুলগুলি চালু করার কথা ঘোষণা করেছেন সেই ব্যাপারে প্রশাসনিক কাজকর্ম দ্রুততার সঙ্গে চলছে। আমরা জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ করে স্কুলগুলির জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি। মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা তিনি পূর্ণ করেন। এক্ষেত্রেও তার অন্যথা হবে  না।

close