Kode Iklan atau kode lainnya

এবার জনস্বার্থ মামলার ফাইল উধাও হয়ে গেল কলকাতা হাইকোর্টে থেকে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

 

নিউজ ডেস্ক: জনস্বার্থ মামলার ফাইল উধাও হয়ে গেল কলকাতা হাইকোর্টে থেকে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হল। ২০১২ সালের একটি মামলার ফাইল উধাও খোদ হাইকোর্ট থেকেই।  ফরেনসিক পরীক্ষায় ঢিলেমির পাশাপাশি দীর্ঘকালীন দেরির প্রতিকার চেয়ে সেই মামলা হয়েছিল। 

এর আগে একদিন ফাইল না মেলায় শুনানি মুলতুবি হয়েছিল। শুক্রবারও সেই একই কারণ জানানো হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে। তাঁর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ঘটনার বিভাগীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করল। 

ফরেনসিক পরীক্ষা দ্রুত সম্পন্ন না হওয়ার কারণে ফৌজদারি মামলার তদন্ত ঝুলে থাকে। তার জেরে নিম্ন আদালতে সেই মামলার শুনানিও বিলম্বিত হয়। এই পরিস্থিতির অবসান চেয়ে জনস্বার্থ মামলাটি করেছিলেন আইনজীবী কল্লোল গুহঠাকুরতা।

গুরুত্বপূর্ণ এই মামলার ফাইল উধাও হওয়ার ঘটনা সামনে আসে। এমতাবস্থায় নিরুদ্দেশ ফাইলের খোঁজে রেজিস্ট্রার জেনারেলকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। 

close