Kode Iklan atau kode lainnya

গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্পে মহিলাদের মাসে 5 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল তৃণমূল

 গৃহলক্ষ্মী প্রকল্প

নিউজ ডেস্ক: গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্পে মহিলাদের মাসে 5 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল তৃণমূল। কয়েকমাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে৷ ওই নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারলে গোয়ায় লক্ষ্মীর ভান্ডারের আদলে গৃহলক্ষ্মী প্রকল্প চালু করতে চায় জোড়াফুল। প্রত্যেক বাড়ির গৃহকর্ত্রীকে এই প্রকল্পের আওতায় মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।

বাংলায় বিপুল জয় পেয়ে তৃণমূলের লক্ষ্য এবার গোয়া এবং ত্রিপুরা। বাংলার পর এবার গোয়ার মহিলা ভোটারদের মন জয় করার চেষ্টা শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে সেখানে তারা চালু করতে চায় গৃহলক্ষ্মী প্রকল্প৷ 

গোয়ায় বিধানসভা নির্বাচন ভাল ফল করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল৷ ইতিমধ্যে সেখানকার বেশ কয়েকজন হেভিওয়েট কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন৷ লিয়েন্ডার পেজের মতো তারকারাও যোগ দিয়েছেন ঘাসফুল শিবির৷

গোয়ায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এই প্রকল্পের কথা ঘোষণা করেছে৷ সেখানে উপস্থিত ছিলেন দলের তরফে দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র।   প্রকল্পে সরাসরি প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে 5000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অর্থাৎ বছরে 60 হাজার টাকা পরিবার পিছু দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

close