Kode Iklan atau kode lainnya

'ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল’, বিস্ফোরক দাবি মুকুলের! অবাক অনুব্রত মন্ডল

নিউজ ডেস্ক: রাজ্যের পুরভোটে বিজেপি বিপুল জয় পাবে, অনুব্রতর পাশে দাঁড়িয়ে দাবি করলেন মুকুল রায়। শুক্রবার শান্তিনিকেতনে তিনি বললেন, ‘‘এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুল ভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে।’’  সেই সময় একেবারে পাশেই দাঁড়িয়ে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। 

বক্তব্যের মাঝে কেউ একজন ভুল ধরিয়ে দিতে ফের মুখ খুললেন মুকুল। তাঁর ‘তৃণমূল’ বলা উচিত বলে পাশ থেকে কেউ উল্লেখ করতেই মুকুল বলেন, ‘‘তৃণমূল তো বটেই। ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল।’’ 

এই ঘটনায় অনুব্রত-সহ উপস্থিত তৃণমূল নেতারা সকলেই তখন অস্বস্তিতে। প্রকাশ্যে কিছু না বললেও পরে তাঁরা জানান, শারীরিক অসুস্থতার কারণেই মুকুল এমন অসংলগ্ন কথা বলে ফেলেছেন।

এর আগে কৃষ্ণনগরে মুকুল বলে বসেন, ‘‘ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে নিজেদের স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’

মুকুল রায়ের মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান তাঁর সঙ্গে থাকা স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তখন পাশ থেকে তাঁরা ধরিয়ে দেন, ‘‘দাদা ওটা তৃণমূল হবে।’’ তাতে ভুল শুধরে নিয়ে মুকুল বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে নিজস্ব ভূমিকায় ফিরে আসবে। নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’ 

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে তিনি যে এখনও বিজেপি-তেই রয়েছেন সেটাও শুক্রবারই বিধানসভার স্পিকারের কাছে দাবি করেছেন মুকুলের আইনজীবী। 

close