Kode Iklan atau kode lainnya

কলকাতা পুরসভায় বিজেপির টার্গেট মাত্র ১০টা ওয়ার্ড! শুভেন্দুর মন্তব্যে জোর জল্পনা

 

নিউজ ডেস্ক: বিধানসভায় যেখানে লক্ষ্য ছিল দুশো আসন, সেই বিজেপির কলকাতা পুরসভায় টার্গেট মাত্র ১০টা ওয়ার্ড! এমন টার্গেট বেঁধে দিয়েছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই টার্গেট নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

এবার কলকাতা পুরসভার মাত্র ১০টা ওয়ার্ড জয়ের জন্য টার্গেট নিয়েছে তারা। কলকাতার পুরসভার নির্বাচনকে নিয়ে দলকে এমনই টার্গেট বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার আইসিসিআর–এ কলকাতার বিজেপি প্রার্থী ও সংগঠকদের জন্য বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷ সেখানে তিনি বলেন, “২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় ৫০টা ওয়ার্ডে জিতেছিল। কিন্তু, এখন পরিস্থিতিতে আমাদের নিশ্চিত জয়ের জন্য ১০টি ওয়ার্ড টার্গেট করতে হবে। এই ১০টি ওয়ার্ডে আমি নিজে নেতা হিসেবে নয়, সাধারণ কর্মীর মতো কাজ করব।”

এমনিতে এখনও পর্যন্ত সে ভাবে প্রচারে নামতে পারেনি বিজেপি। শাসক দলের পাশাপাশি বামেরা জোরদার প্রচার শুরু করে দিয়েছে, সেই দিকে বিজেপির অনুপস্থিতি বেশ চোখে লাগছে।

close