Kode Iklan atau kode lainnya

‘বিজেপি আসলে ভেড়ার দল, ওদের দলে কে থাকবে?’, বেলাগাম আক্রমণ অনুব্রত মন্ডলের

নিউজ ডেস্ক: ‘ভেড়ার দলে কে থাকবে?’, বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ নিয়ে গেরুয়া শিবিরকে বেলাগাম আক্রমণ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের। তৃণমূল নেতার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই উঠেছে সমালোচনার ঝড়।

রাজ্যে কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। পর্যুদস্ত হয়েছে বিজেপি। গত শনিবারই বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার নতুন সভাপতির নামের তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকা প্রকাশের পর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group) থেকে নিজেদের সরিয়ে নেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পাঁচ বিধায়ক (MLA)। 

বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। 

এই পরিস্থিতিতে আরও একবার বেলাগাম বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বিজেপিকে ‘ভেড়ার দল’ বলে কটাক্ষ করলেন তিনি। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার মন্তব্যে স্বাভাবিকভাবেই উঠেছে সমালোচনার ঝড়।

বিজেপিকে আক্রমণ করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “বিজেপি ল্যাংরার দল হাঁটতে পারে না। লোক নেই। জন নেই। ওদের দলে কে থাকবে? ওটা ভেড়ার দল।” এর আগেও একাধিকবার বিজেপির উদ্দেশে এমনই মন্তব্য করেছেন অনুব্রত। প্রতিবারের মতো এবারও তাঁর মন্তব্যের সমালোচনায় সরব গেরুয়া শিবির। আরও একবার বিতর্কিত মন্তব্য করলেন অনুব্রত। 

close