Kode Iklan atau kode lainnya

সালোয়ার কামিজ নয়, স্কুলে শাড়ি পরে আসতেই হবে! সিধান্ত মানতে নারাজ শিক্ষিকারা

 

নিউজ ডেস্ক: সালোয়ার কামিজ নয়, স্কুলে শাড়ি পরে আসার নির্দেশ দেওয়া হল! যদিও এই মানতে নারাজ শিক্ষিকারা। 

শাড়ি পরেই স্কুলে আসতে হবে শিক্ষিকাদের, নাহলে স্কুলে প্রবেশ করা যাবে না। নরেন্দ্রপুর থানার অন্তর্গত বনহুগলির বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুল কর্তৃপক্ষের এমন নির্দেশে প্রথমে বিস্মিত শিক্ষিকারা।

যদিও এই নির্দেশ মানতে অস্বীকার করেছেন শিক্ষিরাদের একাংশ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তাঁরা জেলার ডিআই এবং এসআইয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

স্কুলে শাড়ি পরে আসার নির্দেশকে তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষিকারা বলেছেন, এই হিটলারি নির্দেশ তাঁদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যদিও অভিভাবকদের চাপে এমন সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ, এমনটাই তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে শিক্ষিকাদের কাছ থেকে সব শুনে আগামিকাল সোমবার স্কুল পরিদর্শনে যাচ্ছেন এসআই। 

close