Kode Iklan atau kode lainnya

এবার প্রথম থেকে অষ্টম শ্রেণীর স্বাভাবিক পঠন-পাঠন চালুর প্রস্ততি নিচ্ছে রাজ্য

 

নিউজ ডেস্ক: করোনার আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন স্কুলে শুরু হয়েছে। নবম থেকে দ্বাদশের পর এবার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার প্রস্তুতি শুরু হল। সোমবার রাজ্যের প্রত্যেক জেলাশাসককে একটি নির্দেশিকা পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। 

নির্দেশিকায় বলা হয়েছে, ৩ ডিসেম্বরের মধ্যে মিডডে মিল সংক্রান্ত তথ্য অনলাইনে জানাতে হবে। মিড-ডে মিল প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর জেলাশাসকদের পাশাপাশি সরকারের অন্য কিছু দফতরেও চিঠি দিয়েছেন।

এই চিঠি মোতাবেক শিক্ষামহল মনে করছে, কোভিড পরিস্থিতির অবনতি না হলে ২জানুয়ারি থেকে স্কুলের বাকি ক্লাসগুলিও চালু হয়ে যাবে উল্লেখ্য, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু করার দাবি ইতিমধ্যেই উঠেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, “আমরা ধাপে ধাপে সমস্ত ক্লাসের পঠন-পাঠন শুরু করতে চাই। তাঁর আগে স্বাস্থ্যর বিষয়টিও ভাবতে হবে। আমরা সমস্ত দিক নজর রাখছে। পরিস্থিতি ঠিক থাকলে দ্রুতই সমস্ত ক্লাসের পঠন-পাঠন শুরু হয়ে যাবে।”

close