Kode Iklan atau kode lainnya

২৫ নভেম্বর থেকেই বাড়ছে Vodafone-Idea’র রিচার্জ খরচ, জেনেনিন বিস্তারিত

 

নিউজ ডেস্ক: আবার বাড়ছে Vodafone-Idea’র রিচার্জ খরচ। ২৫ নভেম্বর থেকে বাড়বে খরচ। চলতি মাসের শেষে খরচ বাড়ছে আপনার মোবাইলের রিচার্জে। সম্প্রতি এ বিষয়ে ঘোষণা করেছে এয়ারটেল। এবার সেই পথে হাঁটল ভোডাফোন-আইডিয়াও (Vi)। আগামী ২৫ নভেম্বর থেকে বাড়ছে ভি-এর প্ল্যানের দাম।

ভোডোফোন-আইডিয়া তার প্রিপেড প্ল্যানগুলির দাম ২০-২৫ শতাংশ বাড়িয়েছে। নতুন দাম আগামী ২৫ নভেম্বর থেকে প্রযোজ্য হবে৷ সংস্থা জানিয়েছে, এই বৃদ্ধির ফলে সংস্থার আর্থিক সংকটের সম্মুখীন শিল্পক্ষেত্রকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে৷

একনজরে দেখে নিন পুরনো ও নতুন দাম

1) এখন Vodafone Idea Limited-এর বেসিক প্যাক ৭৯-এর পরিবর্তে ৯৯ টাকায় শুরু হবে।

2) সর্বাধিক ব্যবহৃত দৈনিক ১.৫ GB ডেটার ২৪৯ টাকার প্যাকের দাম বেড়ে হবে ২৯৯ টাকা। ভ্যালিডিটি আগের মতোই ২৮ দিনের।

3) ১ জিবি ডেটা প্যাকের জন্য আগের ২১৯ টাকার পরিবর্তে ২৬৯ টাকা থরচ করতে হবে।

4) ২৯৯ টাকার ২GB ডেটা প্যাকের ভ্যালিডিটি ২৮ দিন। ২৫ নভেম্বর থেকে দাম বেড়ে হবে ৩৫৯ টাকা।

5) ৪৪৯ টাকার প্যাকে ৫৬ দিন ধরে প্রতিদিন ২GB করে ডেটা মিলত। এখন একই প্যাকের জন্য ৫৩৯ টাকা খরচ হবে।

6) ৫৬ দিনের ১.৫ GB ডেটা প্যাকের জন্য ৩৯৯ টাকার পরিবর্তে ৪৭৯ টাকা দিতে হবে।

7) ৮৪ দিনের প্রতিদিন ২GB ডেটা প্যাকটির দাম এতদিন ৬৯৯ টাকা ছিল। ২৫ নভেম্বর থেকে সেটি বেড়ে ৮৩৯ টাকা হবে।

8) ৮৪ দিনের প্রতিদিন ১.৫ GB ডেটা প্যাকের দাম ছিল ৫৯৯ টাকা। এবার সেটা বেড়ে থেকে ৭১৯ টাকা হবে।

9) ১,৪৯৯ টাকার বার্ষিক প্যাকে এখন ২৪GB ডেটার জন্য ১,৭৯৯ টাকা খরচ হবে।

10) টপ আপ প্যাকগুলিরও দাম সংশোধন করা হয়েছে। ২৮ দিন ভ্যালিডিটির ৪৮ টাকার প্যাকটির দাম বেড়ে ৫৮ টাকা হবে।

close