Kode Iklan atau kode lainnya

ভাগের জমিতে চাষ করেন বাবা, অত্যন্ত প্রতিকূলতার মধ্যেও NEET এ অসামান্য ফল ছেলে শুভমের

 

নিউজ ডেস্ক: সদ্য প্রকাশিত সর্বভারতীয় মেডিক্যাল নিট পরীক্ষায় নজরকাড়া ফল করলেন শুভম ঘোষ। সর্বভারতীয় মেধা তালিকায় ১১০২ র‍্যাঙ্ক করেছেন তিনি। তাঁর ফলাফলে খুশি পরিবার, পরিজনেরা। দাসপুরের সুলতাননগরে তাঁদের বাড়ি। ১ নভেম্বর সোমবার নিট ২০২১ এর ফল বেরোলে শুভমের ইমেলে রেজাল্ট আসে। ৭২০ মধ্যে শুভমের প্রাপ্ত নম্বর ৬৭৬ যা সারাভারতে ১১০২ তম আবার ইকোনমি গ্রুপে ১০১তম।

শুভম জানায়, তার এই ডাক্তারি পড়ার ইচ্ছে জন্মেছিল একাদশ শ্রেনী থেকে। ২০২০ তে প্রথম নিট পরীক্ষায় বসে শুভম। ফল ভালো হলেও সরকারি কোনো কলেজে স্থান পায়নি, এরপরেই জেদ চেপে বসে। আর সেই জেদেই এবার এল সাফল্য। 

বাবা দিলীপ ঘোষ ভাগ জমিতে চাষ করেন। মা চিনা দেবী গৃহবধূ। ১০০ দিনের কাজ সাথে যেটুকু ভাগের জমি সেই জমিতে চাষের আয়েই জীবন চলে। পরিবার কেন, সারা পাড়ায় কেউ ডাক্তার নেই। এলাকায় এই শুভমই প্রথম ডাক্তারি পড়তে যাবে। স্বভাবতই সারা পাড়া জুড়ে এখন শুভমকে মিষ্টি মুখ করানোর হিড়িক। আর্থিক অনটনের মাঝে কোনও টিউশন না নিয়ে একমাত্র নিজের জেদ ও মেধার বলে প্রত্যন্ত গ্রাম থেকেও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পারে যে এক চাষির ছেলে তা যেন প্রমাণ করে দিল শুভম।

মা চিনা দেবী বলেন, অভাবের যৌথ পরিবারের সংসারে ছেলে কোনো দিন কোনো বায়না করেনি। ছোটো থেকেই শুধুমাত্র পড়া নিয়েই থাকে। মাছ মাংসের তেমন যোগান নেই শুধু সবজি ভাত দিয়েছি দিনের পর দিন, ছেলে তাতেই খুশি।

NEET 2021 পরীক্ষা 12 সেপ্টেম্বর 2021 এ অনুষ্ঠিত হয়েছিল।  NEET এর উত্তর কী 15 অক্টোবর প্রকাশিত হয়েছে।  NEET পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষাধিক প্রার্থী দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশের অপেক্ষায় ছিলেন।  এর আগে করোনার কারণে কয়েকবার পরীক্ষা স্থগিত করতে হয়েছিল।  NEET 2021-এ প্রায় 16 লক্ষ প্রার্থী রেজিস্ট্রেশন করেছিলেন।

NEET 2021-এর জন্য, সারা দেশে 3800টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছিল।  এই পরীক্ষায় 95 শতাংশের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

NEET বা জাতীয় যোগ্যতা-কাম-প্রবেশ পরীক্ষা হল দেশের একমাত্র প্রবেশিকা পরীক্ষা যার মাধ্যমে স্নাতক মেডিকেল এবং ডেন্টাল কোর্সে ভর্তি করা হয়।

close