Kode Iklan atau kode lainnya

'শামি ভারতকে প্রচুর ম্যাচ জিতিয়েছে, ধর্ম নিয়ে আক্রমণ খুবই নৃশংস’, বড় মন্তব্য কোহলির

নিউজ ডেস্ক: গত ২৪ অক্টোবর পাকিস্তানের কাছে পরাজয়ের পর শামি যখন ড্রেসিংরুমে ফিরছেন, গ্যালারি থেকে তাঁর দিকে উড়ে গিয়েছিল ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য। প্রতিবাদ করেছিলেন শামি। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শামিকে আক্রমণ করা চলছে। যা দেক্ষে প্রবল ক্ষুব্ধ ভারত অধিনায়ক। অধিনায়ক হিসাবে অনেক সময় অনেক সমালোচনা হজম করতে হয়েছে। তাঁর সতীর্থদেরও সমালোচিত হতে হয়েছে। তাই বলে ধর্ম নিয়ে আক্রমণ? কিছুতেই মেনে নিতে পারছেন না বিরাট কোহলি (Virat Kohli)।

কোহলি বলেন, 'এভাবেই লোকে তাঁদের হতাশা বার করেন। ব্যক্তি হিসাবে আমরা কী করি তাঁদের কোনও ধারণাই নেই। মাঠে কতটা লড়াই করি সেটাও কেউ জানেন না। তাঁদের ধারণাই নেই যে, মহম্মদ শামি ভারতকে কত ম্যাচ জিতিয়েছে। গত কয়েক বছরে বুমরার পাশাপাশি ওই আমাদের সেরা বোলিং অস্ত্র। বিশেষ করে খেলার গতিপ্রকৃতি পাল্টে দেওয়ার কথা যদি ধরি, তাহলে শামি অনবদ্য।'

কোহলি আরও বলেন, 'টেস্ট ক্রিকেটে কেউ খেয়াল করে দেখেছেন রান আপ ধরে দৌড়নোর সময় ওর চোখেমুখে কী সাফল্যের খিদে থাকে, দেশের হয়ে খেলার সময় শামির আবেগকে উপেক্ষা করা হচ্ছে কীভাবে! এই ধরনের লোকেদের মনোযোগ দেওয়ার জন্য আমি জীবনের এক মিনিট সময়ও অপচয় করতে চাইব না। শামি বা আমার দলের অন্য কেউই চায় না। আমরা শামির পাশে আছি। ওকে দুশো শতাংশ সমর্থন জানাচ্ছি।' 

দল যে কতটা সংঘবদ্ধ, সেই প্রসঙ্গে কোহলি বলেছেন, 'যাঁরা শামিকে ধর্ম নিয়ে আক্রমণ করেছেন, তাঁরা আরও শক্তি নিয়ে আসুন। আমাদের দলের সৌভ্রাতৃত্ব আর বন্ধুত্বের পরিবেশ নষ্ট হবে না। অধিনায়ক হিসাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, আমাদের দলে এমন একটা পরিবেশ রয়েছে যেখানে এসব ভাবনার কোনও স্থান নেই। .০০০০১ শতাংশের বেশি তো নয়ই।'

close