Kode Iklan atau kode lainnya

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারপার্সন হলেন পিয়ালী সেনগুপ্ত


নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারপার্সন হলেন পিয়ালী সেনগুপ্ত। বুধবারই তিনি এই দায়িত্বভার তুলে নিয়েছেন। বর্তমান চেয়ারম্যান দেবাশিস বসুর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন অবসরপ্রাপ্ত আইএএস পিয়ালী দেবী। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে এই নিয়োগকারী সাংবিধানিক সংস্থার শীর্ষকর্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

এদিকে আজ বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফলাফল। স্পেশাল কেস হিসেবে আজ চূড়ান্ত ও সংশোধিত ফল প্রকাশ করতে চলেছে পিএসসি। 

জানা গিয়েছে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট নম্বর (কাট অব মার্কস) স্থির করেছে পিএসসি। সেই নম্বর বা তার ঊর্ধ্বে পেয়েছেন ৫৬ হাজার ৫৬ জন। তাঁদের নামের সবার তালিকাই আজ প্রকাশ করবার নিয়োগকারী সংস্থা। পরীক্ষার্থীদের যাবতীয় প্রশ্নের অবসান ঘটাতে এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 

close