Kode Iklan atau kode lainnya

আয়কর দফতরের তল্লাশি নিয়ে এবার মুখ খুললেন ‘রিয়েল হিরো’ সোনু সুদ

 

নিউজ ডেস্ক: আয়কর দফতর মুম্বই, লখনৌ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরগ্রামে সোনু সুদের  একাধিক সম্পত্তিতে তল্লাশি (IT Raid) চালায়। আয়কর দফতরের দাবি করছে, তদন্তে প্রায় ২০ কোটি টাকার কর ফাঁকির কথা জানতে পেরেছে। অনুসন্ধান করার সময়, আয়কর বিভাগের দল নগদ ১ কোটি ৮ লক্ষ টাকা উদ্ধার করেছে বলা দাবি করা হচ্ছে। 

এই নিয়ে অনেকেই করোনাকালে সোনুর কাজ কর্ম, দান-ধ্যান নিয়ে প্রশ্ন তোলে।  অবশেষ মুখ খুললেন করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পাশে প্রাচীর হয়ে দাঁড়ানো সোনু। 

সোমবার, ট্যুইট করে তিনি জানান, ‘সবসময়ে নিজের কথা নিজেকে ঢাক পিটিয়ে বলতে নেই। সঠিক সময় আসলেই সব প্রকাশ পায়। আমি দেশের মানুষের কাজে নিজেকে উত্‌সর্গ করেছি। আমার মন-প্রাণ দিয়ে যথাসাধ্য চেষ্টা মানুষের জন্য কাজ করার। আমার ফাউন্ডেশনের প্রতিটি অর্থ গরিব মানুষের কাজে লাগার অপেক্ষায়। চেষ্টা করছি,অন্তত একজনের প্রাণও যাতে বাঁচাতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।’

তাঁর ট্যুইটটি রিট্যুইট করে সাধুবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি টুইটে লিখেছেন, সোনু জি কে আরো ক্ষমতা। আপনি লক্ষ লক্ষ ভারতীয়দের কাছে একজন নায়ক। 

close