Kode Iklan atau kode lainnya

CIVIL SERVICE 2020 RESULT: 31 জন মুসলিম প্রার্থী এই পরীক্ষায় সফল হয়েছেন

মানজার হোসেন আনজুম

নিউজ ডেস্ক: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) শুক্রবার সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল, 2020 ঘোষণা করেছে।  বিহারের কাটিহার জেলার শুভম কুমার পরীক্ষায় প্রথম হয়েছেন, অন্যদিকে জাগৃতি অবস্থি এবং অঙ্কিতা জৈন দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। এই বছর মোট 31 জন মুসলিম প্রার্থী এই পরীক্ষায় সফল হয়েছেন। এর মধ্যে উত্তরাখণ্ডের সাদফ চৌধুরী শীর্ষ 23 তম স্থান অর্জন করেছেন।

মুসলিম প্রার্থী যারা সফল হয়েছেন (তালিকা)-

 1. 23 সাদফ চৌধুরী

 2. 58 ফাইজান আহমেদ 

 3. 63 দহীনah দস্তগীর

 4. 125 মানজার হোসেন আনজুম

 5. 129 শহীদ আহমেদ

 6.142 শাহেনশাহ কেএস

 7. 203 মোহাম্মদ আকিব

 8. 217 শাহনাজ আই

 9. 225 ওয়াসিম আহমেদ ভাট

 10. 234 বুশরা বানো

 11. 256 রেশমা এএল

 12. 270 মোহাম্মদ হারিস সুমের

 13. 282 আলতামাশ গাজী

 14. 283 আহমেদ হাসানুজ্জামান চৌধুরী

 15. 316 সারা আশরাফ

 16. 389 মুহিবুল্লাহ আনসারী

 17 403 আনিজ এস।

 18. 423 জেবা খান

 19. 447 ফয়সাল রাজা

 20. 450 এস মোহাম্মদ ইয়াকব

 21. 478 রেহান খাত্রি

 22. 493 মোহাম্মদ জাভেদ 

 23. 545 আলতাফ মোহাম্মদ শেখ

 24. 558 খান অসীম কিফায়াত খান

 25. 569 সৈয়দ জাহিদ আলী

 26. শাকির আহমেদ 

 27. 589 মোহাম্মদ রিজওয়ান 

 28. 597 মোহাম্মদ শহীদ

 29. 611 ইকবাল রসুল দার

 30. 625 আমির বশির

 31. 739 মজিদ ইকবাল খান

Civil Services (Main) Examination Result, 2020

সফলদের তালিকায় আছেন বাংলার মানজার হোসেন আনজুম (Manzar Hussain Anjum)। উত্তর দিনাজপুরের ইসলামপুরের মানজার হোসেন আনজুম এবারের সিভিল সার্ভিস পরীক্ষায় 125 র‍্যাঙ্ক করেছেন। 

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া কোচিং সেন্টার থেকে, 20 জন প্রার্থী এই বছর সিভিল সার্ভিসেস 2020 পরীক্ষায় সফল হয়েছেন।  এর মধ্যে মুসলিম ছাত্রদের পাশাপাশি কিছু অমুসলিম ছাত্রও রয়েছে।

close