Kode Iklan atau kode lainnya

কীভাবে বন্ধ করবেন হােয়াটসঅ্যাপের ব্লু টিক? ব্লক করবেন কনট্যাক্ট? জেনেনিন পদ্ধতি

 

নিউজ ডেস্ক: হােয়াটসঅ্যাপে মেসেজ পড়লেই ‘ব্লু টিক' হয়ে যায় সেই বার্তা। ফলে প্রেরক জানতে পেরে জান, প্রাপক মেসেজটি পড়েছেন কি না। এরফলে অ্যাপের এই সুবিধাজনক ফিচারই অনেকের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়ে পড়ে। অনেক সময় হােয়াটসঅ্যাপে অন্যের পাঠানো মেসেজ পড়লেও উত্তর দিতে চান না প্রাপক। যদিও সামান্য ‘ব্লু-টিক' ফাঁস করে দিচ্ছে আপনার গােপনীয়তা। তাই বহু ক্ষেত্রেই ‘ব্লু-টিক' বন্ধকরতে চান গ্রাহক। কীভাবে হােয়াটসঅ্যাপে বন্ধ করবেন এই ব্লু-টিক' ? জেনে নিন তার পদ্ধতি।

এই ফিচারটি বন্ধ করতে-

১ ব্লু-টিক বন্ধ করার জন্য প্রথমে হােয়াটসঅ্যাপ সেটিংয়ে যান।

২ এবার অ্যাকাউন্টে ঢুকুন

৩ সেখানে প্রাইভেসি অপশনে ক্লিক করুন

৪ শেষে রিড রেসিপিয়েন্টসে গিয়ে টুগল অফ করুন। তাহলেই ‘ব্লু-টিক' ফিচার বন্ধ হয়ে যাবে।

পাশাপাশি, আপনি চাইলে খুব সহজে কনট্যাক্ট ব্লক করতে পারবেন। আপনি যদি হােয়াটসঅ্যাপের কনট্যাক্ট ব্লক করতে চান তাহলে নীচের পদক্ষেপ করুন। 

কীভাবে কনট্যাক্ট ব্লক করবেন?

১ প্রথমে যাকে ব্লক করতে চান তাঁর চ্যাটে যান।

২ এবার মেনুতে ক্লিক করে 'মাের' অপশনে ঢুকুন।

৩ এখানে ব্লক আইকন দেখতে পাবেন আপনি৷ ব্লক আইকনে ট্যাপ করলেই আপনার সঙ্গে যােগাযােগ করতে পারবেন না ব্যক্তি। এমনকী আপনার ডিসপ্লে পিকচারও দেখতে পারবেন না তিনি।

close