Kode Iklan atau kode lainnya

বেশি নম্বর থাকলেও SSC-র ইন্টারভিউয়ের লিস্টে জায়গা হয়নি! উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ফের মামলা


নিউজ ডেস্ক: এর আগের মেধাতালিকায় নাম ছিল, এবার ইন্টারভিউয়ের তালিকাতেই নাম নেই। অথচ যাঁরা ইন্টারভিউয়ের তালিকাতে জায়গা পেয়েছেন তাঁদের থেকে নাম্বার বেশি! এই অবস্থায় উচ্চ প্রাথমিকের নিয়োগে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে। পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃত বিষয়ের কয়েকজন চাকরি প্রার্থী এবার মামলা করলেন। 

এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জী জানিয়েছেন, গতবার মেধাতালিকাতে নাম ছিল কিন্তু এবারের কমিশনের প্রকাশিত ইন্টারভিউয়ের লিস্টে নাম নেই চাকরিপ্রার্থীদের। পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃত বিষয়ের এই সমস্ত চাকরি প্রার্থী নিজেদেরকে বঞ্চিত ভাবছেন। এদিকে যাঁদের নাম রয়েছে ইন্টারভিউয়ের তালিকাতে আছে এমন একাধিক পরীক্ষার্থীদের থেকে বেশি নাম্বার রয়েছে পিটিশনারদের। যদিও তাঁরা তালিকায় জায়গা পাইনি। তাছাড়া ইন্টারভিউ তালিকায় টেটে প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক স্কোর সহ অন্যান্য মার্কস দেওয়া হয়নি। ফলে মামলা দায়ের হয়েছে। আইনজীবী জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গন্দ্যোপাধ্যায়ের এজলাসে আগামীক এই মামলাটির শুনানি হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা বের হয়েছে। উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউর তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গত সোমবার উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ১৫ হাজারের কিছু বেশি জনের তালিকা বের করা হয়েছে। এই তালিকা অস্বচ্ছ বলে দাবি চাকরি প্রার্থীদের একাংশের। ফলে আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেকেই। 

close