Kode Iklan atau kode lainnya

ছুটি ঘোষণা: ১৭ এপ্রিল বুধবার ছুটি নিয়ে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের, দেখেনিন নোটিশ

ছুটি ঘোষণা
প্রতীকী ছবি

ছুটি ঘোষণা: রাম নবমীর ছুটি নিয়ে বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন Govt. Sponsored, Govt. Aided and Junior Basic প্রাথমিক বিদ্যালয় গুলি 17 এপ্রিল, 2024 (বুধবার)  রাম নবমী উপলক্ষ্যে ছুটি থাকবে। 

রাম নবমী উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১৭ এপ্রিল বুধবার ছুটি নিয়ে আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ। এবার বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের স্কুল ওইদিন বন্ধ থাকবে। এই সম্পর্কিত নোটিশ দেওয়া হল। অর্থ দফতর এই ছুটির বিষয়ে আগেই নোটিশ দিয়েছিল। 

এবারেই নতুন ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১৭ এপ্রিল, বুধবার রাম নবমী পড়ছে। আর সেই দিন রাজ্য সরকারের সব অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। এমনই নির্দেশিকা দেওয়া হল।  

This is to notify all concerned that 17h April, 2024 (Wednesday) is declared as Holiday on the occasion of "Ram Navami" in compliance with the notification vide memo no. 1235-FP2),dated 09/03/2024, issued by the Additional Chief Secretary to the Govt. of West Bengal. 

নোটিশে বলা হয়েছে, বিভাগীয় বিজ্ঞপ্তি নং 6112-F(P2) তারিখ 09/11/2023 এর ধারাবাহিকতায়, গভর্নর 17 এপ্রিল, 2024 (বুধবার) "রাম নবমী" উপলক্ষে সরকারী ছুটির দিন হিসাবে ঘোষণা করতে পেরে আনন্দিত। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, 1881 এর ধারা 25 এর অধীনে এই ছুটি দেওয়া হচ্ছে।

close