Kode Iklan atau kode lainnya

Big News: ২৫ হাজার চাকরির ভবিষ্যৎ, ৩৫০টি মামলার রায়! SSC মামলার দিনক্ষণ জানিয়ে দিল হাই কোর্ট

ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের (WBSSC)

SSC শিক্ষক নিয়োগ দুর্নীতি: অবশেষে সেই দিন আসতে চলেছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এল। সব এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার SSC-র সব নিয়োগ মামলার রায় দেওয়া হবে। আগামী সোমবার মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 9-10, 11-12, গ্রুপ C এবং গ্রুপ D মামলার চুড়ান্ত রায়দান করবে। প্রায় ২৫ হাজার চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলাগুলো। 

আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্টের বিশেষ এই ডিভিশন বেঞ্চ। ২৪ হাজারের বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে। একসঙ্গে ৩৫০টি মামলার রায় ঘোষণা করবে আদালত। গত ২০ মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত।

সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান করতে চলেছে কলকাতা হাইকোর্টের স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই  রায় ঘোষণা হবে। সূত্র মারফত খবর, শুক্রবার রায় দেওয়ার সম্ভাবনা থাকলেও সেটা পিছিয়ে সোমবার হয়েছে। 

এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রায় ৫ হাজার চাকরি বাতিল করে SSC। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দেয় ৫ হাজার চাকরি প্রাপককে। একই সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠানো হয়। 

গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম একাদশ-দ্বাদশ শ্রেণির ২৫ হাজার নিয়োগের ত্রুটি খতিয়ে দেখতে বিশেষ ডিভিশন বেঞ্চ গড়ে ফয়সালার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। ৬ মাসের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদলতের নির্দেশ মেনেই এবার রায় দিতে চলেছে বিশেষ ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি মামলা হাই কোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রায় সাড়ে তিন মাস ধরে উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে নিয়মিত মামলাটির শুনানি চলেছে। কিছুদিন আগেই তা শেষ হয়। তবে রায় স্থগিত রাখে আদালত। প্রতি দিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে এই মামলার। অবশেষে মামলার রায় হতে চলেছে।

close