Kode Iklan atau kode lainnya

এবার বাম আমলের ৮৫ দিনের ছুটি ফেরানোর আবেদন জমা পড়ল! যা বলেছেন শিক্ষকরা

গরমের ছুটি

গরমের ছুটি: তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমান পরিস্থিতিতে বাম আমলের ৮৫ দিনের ছুটি ফেরানোর দাবি উঠল। বাম আমলের বছরে ৮৫ দিনের ছুটি ফিরে এলে পরিকল্পিত ভাবে গরমের ছুটি পাবে স্কুলগুলো, এমনই দাবি শিক্ষকদের একাংশের।

এখন বছরে ৬৫ দিন ছুটির মধ্যে গরমের ছুটি থাকছে মাত্র ১০ দিন। শিক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে যা বাস্তবসম্মত নয়। এখন গরম বাড়লে তবেই গরমের ছুটি বাড়িয়ে এক থেকে দেড় মাস করা হচ্ছে। এই বিষয়ে শিক্ষা দফতরকে চিঠি লিখেছে ‘অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

সংগঠনের সম্পাদক চন্দন গড়াইয়ের দাবি, “অপরিকল্পিত ভাবে গরমের ছুটি না বাড়িয়ে বছরের শুরুতেই আগের মতো ৮৫ দিনের ছুটি দেওয়া হোক।” শিক্ষক নেতা নবকুমার কর্মকারের কথায়, “গত কয়েক বছর ধরেই এপ্রিলের গোড়ায় তীব্র গরম পড়ে যাচ্ছে। ছুটির ক্যালেন্ডারে প্রতি বছরই কেন তা হলে গরমের ছুটি মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে করা হচ্ছে? এই আবহাওয়ায় ১০ দিনের গরমের ছুটি বাস্তবসম্মত নয়।”

কয়েক দিনের অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে গতকাল শিক্ষামন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান গুলির ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)র সভাপতি গৌতম মহান্তি এবং সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ এক যৌথ বিবৃতিতে বলেন, "কয়েকদিনের তাপপ্রবাহ জনিত কষ্টকর আবহাওয়া থেকে সুরাহা দেওয়ার জন্য স্কুল/মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি প্রয়োজন ছিল। নিম্নবর্ণিত বিষয়গুলি সক্রিয়ভাবে বিবেচনা করার দাবি জানাই,

১) পূর্বে অনুসৃত ৮৫ দিনের বার্ষিক ছুটির তালিকা পুনরায় ফিরিয়ে আনা,
২) ছুটির তালিকা প্রণয়ন করার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপরেই অর্পণ করা,
৩) সুপরিকল্পিতভাবে বিগত ২০২২ শিক্ষাবর্ষে ৫৫ দিন ও ২০২৩ শিক্ষাবর্ষে ৪৫ দিন গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অকার্যকর করার অঙ্গ বলে সমিতি দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আমরা চাই এর যথাযথ প্রতিকার,
৪) বিশ্ব উষ্ণায়ন ও আবহাওয়ার পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপযুক্ত পরিকাঠামো নির্মাণে সক্ষম করা,
৫) শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ রচনার জন্য সমস্ত স্বীকৃত শিক্ষক সংগঠনগুলিকে নিয়ে উপযুক্ত কৃৎকৌশল উদ্ভাবনের ব্যবস্থা করা।'

close