Kode Iklan atau kode lainnya

Big News: SSC চাকরি বাতিলের মধ্যেই বিরাট খবর, ৮৬৭ শূন্যপদে ২ মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের! ৮৬৭ শূন্যপদে ২ মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিল আদালত। উত্তর ২৪ পরগনা প্রাথমিক শিক্ষক নিয়োগে সুখবর সামনে এল।

২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় ৮৬৭ শূন্যপদে ২ মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ২৪/৪/২০২৪ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলাকারী প্রত্যককে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল এদিন।

মামলাকারীদের নথি যাচাইয়ের পর প্রস্তুত করতে হবে তালিকা। সেই তালিকা থেকেই শিক্ষক পদে চাকরি দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর চাকরি পেতে চলেছেন ৮৬৭ জন মামলাকারী। বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে চাকরি মিলবে এবার।

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের কথা ঘোষণা করেছে। চাকরি বাতিল-রায়ের পরে এবার বড় পদক্ষেপ CBI-এর। অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, এবার ৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই।

কলকাতা হাইকোর্টের রায়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। এই রায় নিয়ে এই মুহূর্তে গোটা বাংলা তোলপাড় চলছে। এরই মধ্যেই দুর্নীতি মামলায় (SSC Scam Verdict) নয়া মোড়। সূত্রের খবর, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।

সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট নির্দেশ ছিল, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই মোতাবেক, এবার ৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। স্কুল শিক্ষা দফতরকে এই মর্মে চিঠি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, খবর সূত্রের। তালিকা হাতে পাওয়ার পর, অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবে সিবিআই। 

close